বাসে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, চালক আটক
Published: 14th, October 2025 GMT
বন্ধুর সঙ্গে বগুড়ায় বেড়াতে যাওয়ার সময় বাসে দশম শ্রেণির এক স্কুলছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাসচালক শাকিবকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাসের হেলপার পলাতক।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হয়। এর আগে, দুপুর ৩টার দিকে শহরতলীর বনানী এলাকার একটি মোটর গ্যারেজে ঘটনাটি ঘটে।
আরো পড়ুন:
১০ হাজার ইয়াবাসহ রেলওয়ে পুলিশ সদস্য গ্রেপ্তার
রাকসু নির্বাচন: ২ হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব মোতায়ন
আটক শাকিব বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বি-ব্লক এলাকার বাসিন্দা। রাত ৯টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে তাকে বগুড়া ডিবি পুলিশ আটক করে।
স্থানীয় সূত্র জানায়, শ্লীলতাহানির শিকার স্কুলছাত্রী সিরাজগঞ্জের বাসিন্দা। ঢাকার মিরপুরের এক স্কুলছাত্রের সঙ্গে তার মোবাইল ফোনে পরিচয় হয়। সোমবার সকালে ছেলেটি ঢাকা থেকে কিশোরীর সঙ্গে দেখা করতে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে যান। এরপর তারা সেখান থেকে বগুড়াগামী ‘আর কে ট্রাভেলস’এর একটি বাসে ওঠেন। যাত্রাপথে হেলপার বুঝতে পারেন তারা বন্ধু।
দুপুর আড়াইটার দিকে বাসটি বগুড়ার বনানী মোড়ে পৌঁছানোর পর সব যাত্রী নেমে যান। কিশোরী ও তার বন্ধু বাস থেকে নামতে চাইলে তাদের বাধা দিয়ে বাসটি পর্যটন মোটেলের পাশে থাকা একটি মোটর গ্যারেজে নিয়ে যান চালক ও হেলপার। সেখানে হেলপার ওই ছাত্রীর বন্ধুকে ভয় দেখিয়ে সরিয়ে দেন। এরপর চালক শাকিব বাসের ভেতর কিশোরীর শ্লীলতাহানি করেন। বিকেল সাড়ে ৪টার দিকে তারা ঠনঠনিয়া বাস টার্মিনালে ফিরে আসেন। কিশোরীর কান্না দেখে কয়েকজন শ্রমিক ঘটনাটি জানতে পারেন। পরে তারা কিশোরী এবং তার বন্ধুকে ঢাকাগামী আরেকটি বাসে তুলে দেন।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “বিষয়টি জানার পরপরই আমরা ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাই। সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশের সহযোগিতায় রাত ৯টায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে শাকিবকে আমাদের ডিবি পুলিশ আটক করে।”
তিনি বলেন, “ভুক্তভোগী আমাদের হেফাজতে আছেন। তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে ভুক্তভোগী আমাদের জানিয়েছেন, বাসচালক তার শ্লীলতাহানি করেছে। আমরা মেয়েটির অভিভাবককে ডেকেছি। তারা আসছেন। তারা যেভাবে অভিযোগ দেবেন, আমরা সেভাবে ব্যবস্থা নেব।”
ঢাকা/এনাম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আটক অভ য গ
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে বিপিএল আয়োজনে উদ্যোগী বিসিবি
উত্তরের জেলা রাজশাহীতে বিপিএল করতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার (১২ অক্টোবর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামোসহ সমস্ত সুযোগ-সুবিধা পরিদর্শন করেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তা।
পরে তারা জানিয়েছেন, বিপিএল বা বড় টুর্নামেন্ট করতে স্টেডিয়ামটির ৭০ ভাগ সক্ষমতা আছে। আগামী এক মাসে বাকি কাজ স্থায়ী ও অস্থায়ীভাবে করার পরিকল্পনা রয়েছে তাদের।
সম্প্রতি রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার ক্রিকেট সিরিজে দর্শকদের উপচে পড়া ভিড় হয়। এতে রাজশাহীতে বিপিএল করার পুরোনো আলোচনা আবারো ত্বরান্বিত হয়। এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহী স্টেডিয়ামে এসে মনোমুগ্ধকর পিচ, আউটফিল্ড দেখে বিপিএল করার আশাবাদ ব্যক্ত করেন।
এরপর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে নতুন কমিটি, উত্তরের এ জেলাটিতে বিপিএল করার অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট হন। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামোসহ সমস্ত সুযোগ-সুবিধা পরিদর্শন করেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম ও পরিচালক খালেদ মাসুদ পাইলট।
এদিনে সকালে কর্মকর্তারা স্টেডিয়াম ঘুরে দেখেন। তারা সিদ্ধান্ত নেন, ১২০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন প্রেস গ্যালারি, ধারা ভাষ্যকার বক্স, স্টুডিও, স্কোর রুম, দুটি রেডিও রুম, ডাউনলিংক রুম, ব্রডকাস্ট পিসিআর রুম, ব্রডকাস্ট ও প্রেস ডাইনিং, জায়ান্ট স্ক্রিন স্থাপন করা প্রয়োজন।
এছাড়া ২০টি মোবাইল টয়লেটসহ গ্যালারির টয়লেট সংস্কার, স্টেডিয়াম সার্কুলার রোডের উন্নয়ন ও পুরো স্টেডিয়ামে রং করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। খেলোয়াড়দের ড্রেসিং রুম স্থানান্তরিত করে প্যাভিলিয়নের নিচতলায় এবং ফ্লাডলাইট সংস্কারেরও সিদ্ধান্ত নেন তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম বলেন, “বড় টুর্নামেন্ট আয়োজন করতে এই স্টেডিয়ামের ৭০ ভাগ সক্ষমতা আছে। আগামী এক মাসে বাকিটা করার পরিকল্পনা তাদের। তারা প্রতিবেদন জমা দেওয়ার পর আগামী সমন্বয় সভায় তা পর্যালোচনা করা হবে। এতে ইতিবাচক সিদ্ধান্ত হলে সংস্কার ব্যয় এবং কাজের সময়সূচি তৈরি করবে জাতীয় ক্রীড়া পরিষদ।
মাঠ পরিদর্শন শেষে খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের থাকার জায়গা, অনুশীলনের মাঠসহ আনুষঙ্গিক সুবিধা দেখেন বিসিবি কর্মকর্তারা।
রাজশাহী বিভাগীয় এই স্টেডিয়ামে বিপিএলসহ আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে এর আগে অন্তত নয় বার এমন আনুষ্ঠানিক পরিদর্শন করেছে বিসিবি। সেসব পরিকল্পনা আর প্রতিবেদন ফাইলে বন্দি থাকায়, বাস্তবায়ন হয়নি।
ঢাকা/কেয়া/এস