ড্রেসিংরুমে মেয়েরা কাঁদলেও গর্বিত নিগার
Published: 14th, October 2025 GMT
মাঠ ছাড়ার সময়ই চোখ টলমল করছিল অনেকের। বদলি ফিল্ডার হিসেবে নামা সুমাইয়া আক্তার চোখের পানি আটকে রাখতে পারছিলেন না। ডাগআউটেও দেখা গেল দুই হাতে মুখ ঢেকে ফেলেছেন দু-একজন খেলোয়াড়। শেষ ওভারে বোলিং করা নাহিদা আক্তারও বসে পড়েছিলেন বোলিং ক্রিজের পাশেই। দুই হাতে মুখ ঢেকে কি কান্নার দমক ঠেকানোর চেষ্টা করছিলেন?
নিগার সুলতানা অধিনায়ক, তাঁর কান্না মানায় না, কিন্তু বাংলাদেশ অধিনায়কের শূন্য দৃষ্টিই বলে দিচ্ছিল, খুব চেষ্টা করে কাঙ্ক্ষিত কোনো কিছুর খুব কাছে গিয়ে নিজেদের ভুলে তা অর্জন করতে না পারলে কেমন লাগে। নারী বিশ্বকাপে গতকাল বিশাখাপট্টনমে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের ৩ উইকেটে হারের পর নিগারদের ভক্তদেরও এমন লাগার কথা—জয়টা ফসকে গেল!
আগে ব্যাট করে ২৩২ রান তুলেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার রান তাড়া করার পথে গুরুত্বপূর্ণ সময়ে তিনটি ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। বেশ কিছু ফুল টস বলও করেছে, যেখান থেকে বাউন্ডারি বের করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা।
ক্যাচ ছাড়েন সুমাইয়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এনসিপি ১৯ অক্টোবরের মধ্যে প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত দেবে ইসি
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১৯ অক্টোবরের মধ্যে বিধিমালায় নির্ধারিত প্রতীকের তালিকা থেকে বিকল্প বাছাই করে নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে হবে। তা না হলে ইসি নিজ বিবেচনায় দলটির প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এনসিপিকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি। দলটি তাদের প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিধিমালায় এই প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় শাপলা এনসিপিকে বরাদ্দ করা হচ্ছে না।
ইসি এনসিপিকে বিধিমালায় নির্ধারিত তালিকা থেকে একটি প্রতীক পছন্দ করতে চিঠি দিয়েছিল। ৭ অক্টোবরের মধ্যে এ বিষয়ে এনসিপিকে জানাতে বলেছিল ইসি। তবে এনসিপি তাদের প্রতীক হিসেবে আবার শাপলা দাবি করেছে।
ইসির সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, এনসিপি শাপলা দাবি করলেও প্রতীকের তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া যায়নি। ইসির সিদ্ধান্ত একই। কমিশন মনে করে, তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করার দরকার নেই।