এক্সপ্রেসওয়েতে ট্রাকচাপায় ২ বন্ধুর মৃত্যু
Published: 14th, October 2025 GMT
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন- আহমেদ রোমান (৩৫) ও মুজিবুল হক দুর্জয় (৩৫)। তারা সম্পর্কে বন্ধু। তাদের বাড়ি মাদারীপুরের শিবচর থানায়।
আরো পড়ুন:
হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৩০ যাত্রী আহত
অসুস্থ নাতিকে দেখা হলো না নানা-নানির
হাসাড়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রোমান ও দুর্জয় মোটরসাইকেলে করে মাওয়ার দিকে যাচ্ছিলেন। আব্দুল্লাহপুর এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/রতন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
শুকনা আমের বাজার, সাফল্য দুই উদ্যোক্তার
কাঁচা আম শুকিয়ে শুকনা আম হিসেবে তা বিক্রি করে সাড়া ফেলে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের দুই কৃষি উদ্যোক্তা। শুকনা আম বানানো এত কঠিন কী, আর তাতে লাভই–বা কত? এমন প্রশ্ন আসতেই পারে। শুরুতেই জানিয়ে দিই, শুকনা আমের বৈশ্বিক বাজার ২২৪ কোটি মার্কিন ডলারের। প্রতি ডলারের বিনিময়মূল্য ১২২ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় সোয়া ২৭ হাজার কোটি টাকার বেশি।