Risingbd:
2025-10-13@15:13:45 GMT

সয়াবিন তেলের দাম বাড়ল

Published: 13th, October 2025 GMT

সয়াবিন তেলের দাম বাড়ল

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ছয় টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। একইসঙ্গে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছে তিন টাকা। এছাড়া লিটারপ্রতি পাম অয়েলের দাম বাড়ানো হয়েছে ১৩ টাকা।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের মাধ্যমে ব্যবসায়ীরা দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা, খোলা সয়াবিনের দাম তিন টাকা বাড়িয়ে ১৭৭ টাকা এবং পাম তেলের দাম ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা করা হয়েছে। এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।

ঢাকা/নাজমুল/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

লালনের আখড়ায় মাদক সেবন বন্ধের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় বাউল ফকির লালন শাহের আখড়া বাড়িতে মাদক সেবন ও ক্রয়-বিক্রয় বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাদ আছর বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে মানববন্ধন করা হয়। এতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। 

আরো পড়ুন:

ক্লাস থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন করানোর অভিযোগ

জাবিতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার দাবি

বক্তারা বলেন, ‘‘মাদক সমাজ ধ্বংসের নীরব ঘাতক। এটি পরিবারে অশান্তি আনে, তরুণ প্রজন্মের স্বপ্নভঙ্গ করে। অপরাধ, ধর্ষণ, হত্যা ও আত্মহত্যার মূল কারণ হয়ে দাঁড়ায়। মাদক মানুষকে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরিয়ে নরকের পথে ঠেলে দেয়। বিগত কয়েক বছর ধরে লালন আখড়ায় মেলার সময় প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে মাদক সেবনের মহোৎসব চলে আসছে। এতে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং চুরি, ছিনতাই, ডাকাতি এমনকি খুনের মতো অপরাধে জড়িয়ে পড়ছে।’’ 

বক্তারা আরো বলেন, ‘‘আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর লালন তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠানের সময় যদি লালন আখড়ায় প্রকাশ্যে মাদক সেবন হয়, তবে আমরা নীরব থাকব না। তখন কুষ্টিয়ার সর্বস্তরের জনগণ মাদকের বিরুদ্ধে রাস্তায় নামবে।’’ 

মানববন্ধনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা শারাফাত হুসাইনের সভাপতিত্ব বক্তব্য রাখেন আল-খিদমাহ অর্গানাইজেশন কুষ্টিয়ার সভাপতি হৃদয় হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আবরার, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান এবং জেলা সভাপতি আবদুল লতিফ খান প্রমুখ।
 

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত নিবন্ধ