সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি কুট্টি ও তার সহযোগী গ্রেপ্তার
Published: 13th, October 2025 GMT
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৩১০ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ১৫,৪৮০ টাকাসহ এলাকার শীর্ষ মাদক কারবারি রাজিব হোসেন কুট্টি (৩৮) ও তার সহযোগী রাশিদুলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোদনাইল রসুলবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজিব হোসেন কুট্টি গোদনাইল রসুলবাগ মাঝিপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে এবং তার সহযোগী রাশিদুল একই এলাকার মৃত আকবর আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, থানা এলাকায় বিশেষ মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, গোদনাইল রসুলবাগ মাঝিপাড়ায় আদমজী-চাষাঢ়া নতুন সড়কের পাশে রাজিব হোসেন কুট্টির অফিসে হেরোইন বিক্রির জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কুট্টি ও রাশিদুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশি করে কুট্টির পরনের প্যান্টের পকেট থেকে ২০০ পুরিয়া এবং রাশিদুলের কাছ থেকে ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ১৫,৪৮০ টাকাও জব্দ করা হয়। উদ্ধারকৃত ৩১০ পুরিয়া হেরোইনের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৯৩ হাজার টাকা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, রাজিব হোসেন কুট্টি একজন চিহ্নিত মাদক সম্রাট। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বেও পাঁচটি মাদকের মামলা রয়েছে।
মাদক নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ হ র ইন
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি কুট্টি ও তার সহযোগী গ্রে
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৩১০ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ১৫,৪৮০ টাকাসহ এলাকার শীর্ষ মাদক কারবারি রাজিব হোসেন কুট্টি (৩৮) ও তার সহযোগী রাশিদুলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোদনাইল রসুলবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজিব হোসেন কুট্টি গোদনাইল রসুলবাগ মাঝিপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে এবং তার সহযোগী রাশিদুল একই এলাকার মৃত আকবর আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, থানা এলাকায় বিশেষ মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, গোদনাইল রসুলবাগ মাঝিপাড়ায় আদমজী-চাষাঢ়া নতুন সড়কের পাশে রাজিব হোসেন কুট্টির অফিসে হেরোইন বিক্রির জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কুট্টি ও রাশিদুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশি করে কুট্টির পরনের প্যান্টের পকেট থেকে ২০০ পুরিয়া এবং রাশিদুলের কাছ থেকে ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ১৫,৪৮০ টাকাও জব্দ করা হয়। উদ্ধারকৃত ৩১০ পুরিয়া হেরোইনের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৯৩ হাজার টাকা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, রাজিব হোসেন কুট্টি একজন চিহ্নিত মাদক সম্রাট। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বেও পাঁচটি মাদকের মামলা রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।