কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে প্রজ্ঞাপন
Published: 13th, October 2025 GMT
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে সরকার। রবিবার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখার যুগ্ম সচিব আহমেদ জামিল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪’-এর রুল ১৬-এর সাবরুল (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করেছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা হোসেন বলেন, ‘‘আন্তর্জাতিক ফ্লাইটের জন্য কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। অনুমোদন পাওয়ায় চলতি মাসেই ফ্লাইট চালু হতে পারে।’’
এদিকে, কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করায় পর্যটন সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘‘এটি দেশের পর্যটন শিল্পের জন্য একটি বড় মাইলফলক। এখন বিদেশিরা সহজেই কক্সবাজারে আসতে পারবেন, যা পর্যটন খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।’’
কক্সবাজার হোটেল-মোটেল, গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ‘‘আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যটন ব্যবসায় নতুন গতি আসবে। আন্তর্জাতিক সম্মেলন, কর্পোরেট ইভেন্ট ও সাংস্কৃতিক আয়োজন বেড়ে যাবে, যা স্থানীয় কর্মসংস্থান ও অর্থনীতিকে গতিশীল করবে।’’
ঢাকা/তারেকুর/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বৃষ্টিস্নাত প্রকৃতির রূপ
২ / ৯বুনো ফুল টগর