আরো ১৬ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
Published: 12th, October 2025 GMT
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক আরো ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তরর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সীমান্তের জিরো পয়েন্টে তাদের বুঝিয়ে দেওয়া হয়।
ফেরত আসারা হলেন- মোশারাফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭),জিল্লুর রহমান (২৩),ঝরনা পারভিন (৩৭), আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), শাহিনুজ্জামান (২৮),শারমিন সুলতানা (১৮),সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), ফারজান নাবিল (৩), রুবিনা খাতুন (২৯) ও আল আমিন (২৬)। তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চন্ডিপুর এবং খুলনার কয়রা উপজেলার বাসিন্দা।
আরো পড়ুন:
ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ১১
উখিয়া সীমান্তের ওপারে গোলাগুলি, রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ
বিজিবি জানায়, গত শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ১৬ বাংলাদেশিকে আটক করে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিএসএফ আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবির একটি দল রাতেই ফেরত আসাদের সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, “পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এর আগে, একই সীমান্ত দিয়ে গত ৩১ আগস্ট ১৪ জন, ১২ সেপ্টেম্বর ১০ জন, ২১ সেপ্টেম্বর ১৫ জন, ২৪ সেপ্টেম্বর ১০ জন এবং ৮ অক্টোবর ১৮ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
ঢাকা/শাহীন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ ব এসএফ
এছাড়াও পড়ুন:
আরো ১৬ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক আরো ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তরর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সীমান্তের জিরো পয়েন্টে তাদের বুঝিয়ে দেওয়া হয়।
ফেরত আসারা হলেন- মোশারাফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭),জিল্লুর রহমান (২৩),ঝরনা পারভিন (৩৭), আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), শাহিনুজ্জামান (২৮),শারমিন সুলতানা (১৮),সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), ফারজান নাবিল (৩), রুবিনা খাতুন (২৯) ও আল আমিন (২৬)। তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চন্ডিপুর এবং খুলনার কয়রা উপজেলার বাসিন্দা।
আরো পড়ুন:
ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ১১
উখিয়া সীমান্তের ওপারে গোলাগুলি, রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ
বিজিবি জানায়, গত শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ১৬ বাংলাদেশিকে আটক করে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিএসএফ আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবির একটি দল রাতেই ফেরত আসাদের সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, “পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এর আগে, একই সীমান্ত দিয়ে গত ৩১ আগস্ট ১৪ জন, ১২ সেপ্টেম্বর ১০ জন, ২১ সেপ্টেম্বর ১৫ জন, ২৪ সেপ্টেম্বর ১০ জন এবং ৮ অক্টোবর ১৮ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
ঢাকা/শাহীন/মাসুদ