অয়ন ওসমানসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১১ জানুয়ারি
Published: 12th, October 2025 GMT
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ ৮জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আবেদনের পর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আগামী বছরের ১১ জানুয়ারি দিন ধার্য করেন।
রোববার (১২ অক্টোবর) প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যায় কুখ্যাত ব্যক্তি শামীম ওসমান ও তার সহযোগীরা মানবতাবিরোধী অপরাধ করেছেন। আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী নেতা-কর্মী ছিলেন।’
তিনি আরো বলেন, এই মামলায় যে আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা সবাই জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
যেসব ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করছি না।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সন ত র স শ ম ম ওসম ন ন র য়ণগঞ জ প রস ক ওসম ন
এছাড়াও পড়ুন:
১৮নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ১৮নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার ( ১১ অক্টোবর ) বিকেল চারটায় শহরের ১৮নং ওয়ার্ডের শীতলক্ষ্যার মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শীতলক্ষ্যার মোড় থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বিভিন্ন দোকান, পথচারী ও শ্রমিকদের মাঝে লিফলেট বিতরণ করেন।
মহানগর ১৮ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি শাহজালাল সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, ১৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. নুরুল কাদির সোহাগ, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহিন মাদবর, সহ- সভাপতি আলতাফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন জাকির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, সদর থানা শ্রমিকদলের আহ্বায়ক অলক ইসলাম, সদস্য সচিব নাসির সরদার, বিএনপি নেতা কাজী সেজান, ছাত্রদল নেতা আনোয়ারুল ইসলাম নাঈম প্রমুখ।