ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বর্গা চাষির
Published: 12th, October 2025 GMT
সাতক্ষীরার কালিগঞ্জে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ হোসেন (৪০) নামে এক বর্গা চাষির মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার রামনগর গ্রামে এই ঘটনা ঘটে। আশরাফ হোসেন ওই গ্রামের মৃত আব্দুল বারী তরফদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামনগর গ্রামের জাহাঙ্গীরের মাছের ঘের বর্গা নিয়ে সেখানে ধান চাষ ও ঘের দেখভালের কাজ করতেন আশরাফ। তবে, ধান ক্ষেতে ইঁদুরের উৎপাতে বিপাকে ছিলেন আশরাফ ও পাশের ঘেরের মালিক জব্বার আলী। এ অবস্থায় আশরাফ ও জব্বার যৌথভাবে জিআই তারের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে ধান রক্ষার জন্য ইঁদুর মারা ফাঁদ তৈরি করেন। শনিবার সন্ধ্যার পর জব্বার ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেন। কিন্তু, বিষয়টি জানতেন না আশরাফ। মাগরিবের নামাজ শেষে আশরাফ ধান ক্ষেতে আঁটল পাততে গেলে অসাবধানতাবশত ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আরো পড়ুন:
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
শেরপুর কারাগারে হাজতির মৃত্যু
কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শাহীন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বর্গা চাষির
সাতক্ষীরার কালিগঞ্জে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ হোসেন (৪০) নামে এক বর্গা চাষির মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার রামনগর গ্রামে এই ঘটনা ঘটে। আশরাফ হোসেন ওই গ্রামের মৃত আব্দুল বারী তরফদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামনগর গ্রামের জাহাঙ্গীরের মাছের ঘের বর্গা নিয়ে সেখানে ধান চাষ ও ঘের দেখভালের কাজ করতেন আশরাফ। তবে, ধান ক্ষেতে ইঁদুরের উৎপাতে বিপাকে ছিলেন আশরাফ ও পাশের ঘেরের মালিক জব্বার আলী। এ অবস্থায় আশরাফ ও জব্বার যৌথভাবে জিআই তারের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে ধান রক্ষার জন্য ইঁদুর মারা ফাঁদ তৈরি করেন। শনিবার সন্ধ্যার পর জব্বার ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেন। কিন্তু, বিষয়টি জানতেন না আশরাফ। মাগরিবের নামাজ শেষে আশরাফ ধান ক্ষেতে আঁটল পাততে গেলে অসাবধানতাবশত ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আরো পড়ুন:
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
শেরপুর কারাগারে হাজতির মৃত্যু
কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শাহীন/রাজীব