বাসরঘরের দৃশ্য নিয়ে বিতর্ক, হয়েছে মামলাও
Published: 14th, October 2025 GMT
নির্মাতার নাম যখন রাজ কাপুর, তখন তাঁর সিনেমায় সাহসী দৃশ্য থাকবে না, তা কি হয়! তবে ১৯৭৮ সালে ‘সত্যম শিবাম সুন্দরম’ মুক্তির পর বিতর্কটা মাত্রা ছাড়ায়। সেটা এতটাই যে দেব আনন্দ সরাসরি সিনেমাটির সমালোচনা করেন, গায়িকা লতা মঙ্গেশকরের সঙ্গে নির্মাতার দূরত্বও তৈরি হয়। কী হয়েছিল সেই সময়ে? সে গল্প জানতে পিছিয়ে যেতে হবে প্রায় তিন দশক।
আলোচনায় বিতর্কিত দৃশ্য
বলিউডের সোনালি যুগে খুব কম নির্মাতাই রাজ কাপুরের মতো সাহস দেখাতে পেরেছিলেন। ‘সত্যম শিবম সুন্দরম’ সেই সাহসিকতারই এক নিদর্শন। ছবির নায়িকা জিনাত আমান, ‘রুপা’ চরিত্রে অভিনয় করে যেমন প্রশংসা কুড়িয়েছিলেন, তেমনি বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন।
ছবির ‘সাইয়াঁ নিকাস গায়ে’ গানটির দৃশ্যেই মূল বিতর্কের সূত্রপাত। এটি ছিল ছবির বিয়ের রাতের দৃশ্য, যেখানে জিনাত আমান ও শশী কাপুরকে দেখা যায়। রাজ কাপুর এ দৃশ্য সাহসী ভঙ্গিতে উপস্থাপন করেছিলেন। জিনাত আমানের পোশাক ও ভঙ্গিমা সে সময়ের দর্শকদের কাছে ছিল অস্বাভাবিকভাবে খোলামেলা। বিশেষত একটি মুহূর্তে তাঁকে প্রায় উন্মুক্ত অবস্থায় দেখা যাওয়ায় অনেকে ক্ষুব্ধ হন।
‘সত্যম শিবাম সুন্দরম’ সিনেমায় শশী কাপুর ও জিনাত আমান। আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ন ত আম ন ব তর ক
এছাড়াও পড়ুন:
বাসরঘরের দৃশ্য নিয়ে বিতর্ক, হয়েছে মামলাও
নির্মাতার নাম যখন রাজ কাপুর, তখন তাঁর সিনেমায় সাহসী দৃশ্য থাকবে না, তা কি হয়! তবে ১৯৭৮ সালে ‘সত্যম শিবাম সুন্দরম’ মুক্তির পর বিতর্কটা মাত্রা ছাড়ায়। সেটা এতটাই যে দেব আনন্দ সরাসরি সিনেমাটির সমালোচনা করেন, গায়িকা লতা মঙ্গেশকরের সঙ্গে নির্মাতার দূরত্বও তৈরি হয়। কী হয়েছিল সেই সময়ে? সে গল্প জানতে পিছিয়ে যেতে হবে প্রায় তিন দশক।
আলোচনায় বিতর্কিত দৃশ্য
বলিউডের সোনালি যুগে খুব কম নির্মাতাই রাজ কাপুরের মতো সাহস দেখাতে পেরেছিলেন। ‘সত্যম শিবম সুন্দরম’ সেই সাহসিকতারই এক নিদর্শন। ছবির নায়িকা জিনাত আমান, ‘রুপা’ চরিত্রে অভিনয় করে যেমন প্রশংসা কুড়িয়েছিলেন, তেমনি বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন।
ছবির ‘সাইয়াঁ নিকাস গায়ে’ গানটির দৃশ্যেই মূল বিতর্কের সূত্রপাত। এটি ছিল ছবির বিয়ের রাতের দৃশ্য, যেখানে জিনাত আমান ও শশী কাপুরকে দেখা যায়। রাজ কাপুর এ দৃশ্য সাহসী ভঙ্গিতে উপস্থাপন করেছিলেন। জিনাত আমানের পোশাক ও ভঙ্গিমা সে সময়ের দর্শকদের কাছে ছিল অস্বাভাবিকভাবে খোলামেলা। বিশেষত একটি মুহূর্তে তাঁকে প্রায় উন্মুক্ত অবস্থায় দেখা যাওয়ায় অনেকে ক্ষুব্ধ হন।
‘সত্যম শিবাম সুন্দরম’ সিনেমায় শশী কাপুর ও জিনাত আমান। আইএমডিবি