Prothomalo:
2025-10-14@14:23:12 GMT

মিরপুরে আগুন: ৯ জনের প্রাণহানি

Published: 14th, October 2025 GMT

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। তালহা বিন জসিম বলেন, আগুনের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে হামলায় আহত ১৪, বাড়িঘর ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এক পক্ষের হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে।

গোমস্তাপুর উপজেলার রূপপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আবদুস সালাম (তুহিন) ও নাচোল থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের (খোকন) সমর্থকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে। গত রোববার তুহিন-খোকন পক্ষের লোকজনের মারধরে আমিনুলের পক্ষের তরিকুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছিলেন। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। ওই ঘটনার জেরে আজ আমিনুল ইসলামের সমর্থকেরা এ হামলা করেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ আমিনুলের লোকজন প্রথমে ফুলবাড়ি গ্রামে প্রতিপক্ষের বাড়িতে হামলা করেন। পরে মারকইল, পাহাড়পুরসহ চারটি গ্রামে হামলার ঘটনা ঘটে। এতে ১৪ জন আহত হয়েছেন। সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে পুলিশ পৌঁছানোর আগপর্যন্ত হামলাগুলো হয়।

বিকেল পৌনে পাঁচটার দিকে ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এখনো কোনো মামলা হয়নি।

জানতে চাইলে সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই পক্ষে বিএনপির লোকজন থাকলেও হামলা কোনো রাজনৈতিক দ্বন্দ্বের জেরে হয়নি। স্থানীয় গ্রাম্য রাজনীতি থেকে এ ঘটনা ঘটেছে। তিনি পুলিশকে প্রকৃত দোষী যাঁরাই হোক, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

অন্যদিকে নাচোল থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘আজকে আমার সমর্থকেরা আক্রান্ত হয়েছে। তবে এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব থেকে নয়, স্থানীয় গ্রাম্য রাজনীতির দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে।’

আবু তাহেরের অনুসারী স্থানীয় ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমিনুল গ্রুপের লোকজনের জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদ করার জেরে আজ এ ঘটনা ঘটেছে। আমিনুল গ্রুপের লোকজন ফুলবাড়ি গ্রামে প্রথমে রেজাউল, আলম, নুহু ও হায়াত আলীর বাড়িতে হামলা ও ভাঙচুর করে। পুলিশ এলে তাঁরা সরে গিয়ে মারকইল, কেওরা ও পাহাড়পুর গ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের গ্রুপের লোকজনে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। তারা নারীদেরও মারধর করেছে।’

সম্পর্কিত নিবন্ধ