গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মুমিন গাজী (২৬) নামে গ্রাম পুলিশের এক সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে। মুমিন গাজী বাদী হয়ে কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। 

মুমিন গাজী উপজেলার হিরণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য। তিনি বর্ষা পাড়া গ্রামের মো.

মুজিবর গাজীর ছেলে।

আরো পড়ুন:

ঝিনাইদহে মা-মেয়েকে মারধর, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ

হিরণ ইউনিয়নের মৃত আবুল বাশার মোল্লার ছেলে হৃদয় হক রাব্বি (২৮) প্রায়ই মাদক বিক্রি করতে বর্ষা পাড়া গ্রামের বিভিন্ন জায়গায় যান। কিছুদিন আগে বর্ষা পাড়া গ্রামে রাব্বি মাদক বিক্রি করতে গেলে মুমিন গাজী লোকজন নিয়ে তাকে মাদক বিক্রিতে বাধা দেন। এতে রাব্বি ক্ষিপ্ত হয়ে তার চাচাত ভাই মশিউর রহমান মোল্লাকে সঙ্গে নিয়ে দক্ষিণ হিরণ সেতুর ওপর মুমিন গাজীকে মারধর করেন।

মুমিন গাজী বলেছেন, হৃদয় হক রাব্বি প্রায়ই মাদক বিক্রির জন্য আমাদের বর্ষা পাড়া গ্রামে আসে। কিছুদিন আগে তাকে মাদক বিক্রির সময় আমি লোকজনসহ বাধা দিই। এ ঘটনার পর সোমবার (১৩ অক্টোবর) আমি ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফেরার সময় রাব্বি তার চাচাত ভাই মশিউর মোল্লাকে নিয়ে তাদের বাড়ির সামনে আমাকে মারধর করে।

এ বিষয়ে জানার জন্য হৃদয় হক রাব্বিদের বাড়িতে গিয়ে তাদেরকে পাওয়া যায়নি। তবে, তার চাচা জাবেদ মোল্লা বলেছেন, আমার ভাতিজা রাব্বি বিয়ে করার জন্য বর্ষা পাড়া গ্রামে একটি মেয়ে দেখেছিল। গ্রাম পুলিশ মুমিন সেই বিয়ে ভেঙে দিয়েছে। এজন্য ক্ষিপ্ত হয়ে আমার ভাতিজা রাব্বি তাকে দুই-একটি চড়-থাপ্পর দিয়েছে। বিষয়টি আমরা সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টা করছি। 

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা আল-আমিন বলেছেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা/বাদল/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর ম রধর

এছাড়াও পড়ুন:

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ছবি সম্পাদনা করা যায় এই স্মার্টফোনে

দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং। ‘গ্যালাক্সি এস২৫ এফই’ মডেলের স্মার্টফোনটিতে এইচডিআর ভিডিও মোড ও নাইটোগ্রাফি সুবিধা থাকায় কম আলোতেও ভালোমানের ছবি তোলা যায়। পাশাপাশি এআই এডিটিং, জেনারেটিভ এআই, ফটো অ্যাসিস্টসহ একাধিক এআই টুলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনা করা সম্ভব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬.৭ ইঞ্চি এফএইচডি প্লাস পর্দার ফোনটিতে এক্সিনোজ ২৪০০ মডেলের শক্তিশালী প্রসেসর রয়েছে। এর ফলে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করার পাশাপাশি উন্নত রেজল্যুশনের গেম খেলা যায়। ৪ হাজার ৯০০  মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ সুপার ফাস্ট চার্জিং ২.০ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোনটি। ফলে ব্যাটারির চার্জ নিয়ে চিন্তা করতে হয় না।

ফোনটির পেছনে ৫০, ১২ ও ৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলা যায়। ৮ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা ২৫৬ গিগাবাইট। ফোনটির দাম ধরা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা। তবে নির্দিষ্ট সময় পর্যন্ত বিশেষ ছাড়ে ৮৯ হাজার ৯৯৯ টাকায় কেনা যাবে ফোনটি।

দুটি রঙে বাজারে আসা ফোনটিতে আইপি৬৮ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স সুবিধা থাকায় বৃষ্টির পানিতে নষ্ট হয় না। এমনকি ধুলাও জমে না। ফলে দীর্ঘদিন স্বচ্ছন্দে ব্যবহার করা সম্ভব।

সম্পর্কিত নিবন্ধ