বন্ধ হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সব সরকারি তহবিল
Published: 7th, May 2025 GMT
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতে আর কোনো ফেডারেল অনুদান দেওয়া হবে না। সোমবার এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়টি সরকার ঘোষিত কয়েকটি শর্ত না মানা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষাকে অবজ্ঞা করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন। তাই বিশ্ববিদ্যালয়টিকে আর কোনো অনুদান দেওয়া হবে না। চিঠিতে লেখা হয়, আর কোনো ফেডারেল অনুদানের জন্য আবেদন করে লাভ হবে না। কারণ আর কিছুই দেওয়া হবে না। হার্ভার্ড আর সরকারি অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান থাকবে না। নিজেদের তহবিল এবং সম্পদশালী সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ব্যক্তিগত অর্থায়নে চলবে এটি।
ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। শিক্ষা, গবেষণা বা চিকিৎসা খাতে বরাদ্দকৃত বিলিয়ন ডলারের সরকারি অর্থ ফেরত নেওয়ার কৌশল আগে কখনও এমনভাবে প্রয়োগ করা হয়নি।
রয়টার্স জানায়, ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ। এ বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের এই সিদ্ধান্ত উচ্চশিক্ষার জন্য ভয়ানক পরিণতি ডেকে আনবে। এটি বিশ্ববিদ্যালয়ের ওপর ‘অপ্রত্যাশিত ও অনুচিত হস্তক্ষেপ’। একে প্রতিশোধ বলেও আখ্যা দিচ্ছেন অনেকে।
বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলেন, হার্ভার্ড ২১ এপ্রিল যে মামলা করেছিল, ট্রাম্প প্রশাসন তারই প্রতিশোধ নিতে চাচ্ছে। চিঠিতে গবেষণা ও উদ্ভাবনের জন্য অর্থায়ন বন্ধের যে হুমকি দেওয়া হয়েছে, তা অবৈধ। হার্ভার্ড অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যের প্রতি সম্মান প্রচার করবে এবং ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়বে। পাশাপাশি, হার্ভার্ড মার্কিন তথা পুরো বিশ্বের মানুষের নিরাপদ ও সুরক্ষিত জীবনের জন্য যে গবেষণা ও উদ্ভাবন অত্যন্ত জরুরি, সেই গবেষণা ও উদ্ভাবন বন্ধে সরকারের অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধেও লড়াই অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়গুলোতে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপের চেষ্টাকে কেন্দ্র করে গত মাস থেকেই প্রশাসনের সঙ্গে বিরোধ চলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের। ট্রাম্প প্রশাসনের রোষের কেন্দ্রবিন্দুতে আছে গাজা যুদ্ধ নিয়ে হার্ভার্ড ক্যাম্পাসে হওয়া ফিলিস্তিনপন্থি বিক্ষোভ। এসব বিক্ষোভে ইহুদিবিদ্বেষ ছড়ানোর অভিযোগ এনেছে প্রশাসন, যদিও বিক্ষোভকারীরা বলছেন, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেওয়াকে ভুলভাবে চিহ্নিত করা হচ্ছে।
সম্প্রতি হার্ভার্ডের ৯ বিলিয়ন ডলারের বেশি ফেডারেল অনুদানের পুনর্মূল্যায়ন শুরু করেছে হোয়াইট হাউস। শিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয়টিকে ডাইভার্সিটি, ইক্যুইটি অ্যান্ড ইনক্লুশন নীতিমালা বন্ধ করতে বলেছে। নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে ফিলিস্তিনপন্থি গোষ্ঠী এবং প্রতিবাদে মুখোশ ব্যবহারের ওপরও। ট্রাম্প প্রশাসনের এসব দাবি প্রত্যাখ্যান করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এরই জেরে এবার বিশ্ববিদ্যালয়টিকে সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন।
উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য অন দ ন সরক র
এছাড়াও পড়ুন:
চাকরি পাচ্ছেন না গাজীপুরের কাজ হারানো শ্রমিকেরা, কী করছেন তাঁরা
এক যুগের বেশি সময় বেক্সিমকোর পোশাক কারখানায় চাকরি করেছেন মনির শেখ। চাকরি চলে যাওয়ার পর অনেক কারখানায় ঘুরেও চাকরি পাননি। বাধ্য হয়ে এখন সবজি বিক্রি করছেন। শুধু মনির শেখ নন, কাজ হারানো শ্রমিকদের অনেকেই পেশা বদলাতে বাধ্য হচ্ছেন।
চাকরি চলে যাওয়ার পর অনেক কারখানায় নতুন চাকরি পাওয়ার চেষ্টা করেছেন মনির শেখ; কিন্তু যখনই কোনো কারখানা কর্তৃপক্ষ জানতে পারে, তিনি আগে বেক্সিমকোতে কাজ করেছেন, তখনই না করে দেয়। চাকরি জোটেনি; কিন্তু কিছু একটি তো করে পেট চালাতে হবে। সে জন্য এখন সবজি বেচে জীবিকা নির্বাহ করছেন।
গত সপ্তাহের রোববার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর চক্রবর্তী বাজার এলাকায় মনির শেখের সঙ্গে কথা হয়। তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, অনেক শ্রমিক পেশা বদল করেছেন; অনেকে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন।
বাস্তবতা হলো ২০২৪ সালের ৫ আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কসহ গাজীপুরের ছোট-বড় মিলিয়ে ১০৬টি শিল্পকারখানা নানা কারণে বন্ধ হয়ে যায়। শিল্প পুলিশের তথ্যানুসারে, চাকরি হারিয়েছেন ৭৩ হাজার শ্রমিক। অনেক শ্রমিক আগের চেয়ে কম বেতনে চাকরি পেলেও হাজার হাজার শ্রমিক এখনো বেকার। অনেকেই চাকরি না পেয়ে অটোরিকশা চালাচ্ছেন; সবজি বিক্রি, ফেরি করে পণ্য বিক্রি থেকে শুরু করে নানা ধরনের পেশায় যুক্ত হচ্ছেন।
যশোরের কোতোয়ালি থানার নূরপুর গ্রামের বাসিন্দা জামাল হোসেন চক্রবর্তী এলাকায় মামুনের কলোনিতে ভাড়া থাকেন। তিনি প্রথম আলোকে বলেন, আট-নয় বছর বেক্সিমকোতে কাজ করছেন। চাকরি চলে যাওয়ার পর গ্রামে ফিরে গিয়েছিলেন। কিছুদিন হালচাষ করেছেন; কিন্তু সেই কাজ ভালো লাগেনি। এরপর স্ত্রী-সন্তানদের গ্রামের বাড়িতে রেখে দুই মাস আগে নতুন চাকরি খুজেতে আসেন; কিন্তু এখন পর্যন্ত নতুন চাকরি পাচ্ছেন না।
একই কলোনির ভাড়াটিয়া আনিসুর রহমান বলেন, ‘নতুন চাকরি না পাইয়া এখন ফেরি কইরা জিনিসপত্র বিক্রি করতাছি। সংসার তো চালাইতে অইবো—কী করমু কন।’
গত ফেব্রুয়ারি মাসে অর্থাভাবে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় রপ্তানিমুখী বেক্সিমকো গ্রুপের ১৩টি পোশাক কারখানা। বেকার হন এসব কারখানার ২৮ হাজার ৫১৩ শ্রমিক। কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভও করেছেন শ্রমিকেরা।
গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় বসবাস করে থেকে ১২ বছরের বেশি সময় বেক্সিমকোতে চাকরি করেছেন জামাল হোসেন। তিনি বলেন, কারখানায় যখন কাজ করেছেন, তখন স্ত্রী–সন্তান নিয়ে সুখেই ছিলেন। ছেলেকে কারখানা এলাকায় একটি স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। চাকরি চলে যাওয়ার পর অনেক কষ্ট হচ্ছে। কয়েক মাস ধরে চেষ্টা করেও কাজ পাচ্ছেন না। এই মাসে (আগষ্ট) চাকরি না পেলে গ্রামের বাড়িতে ফিরে যাবেন বলে পরিকল্পনা করছেন।
কলকারখানা, পরিদর্শন অধিদপ্তর ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শুধু বেক্সিমকো নয়, গত বছরের ৫ আগস্টের পর থেকে জুলাই পর্যন্ত গাজীপুরে ছোট-বড় মিলিয়ে ১০৬টি কলকারখানা বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এর মধ্যে ছয় মাসেই বন্ধ হয়েছে ৪১টি। বন্ধ কারখানাগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকোর ১৩টিসহ মাহমুদ জিনস, ডার্ড কম্পোজিট, পলিকন লিমিটেড, টেক্সটিল ফ্যাশন, ক্ল্যাসিক ফ্যাশন, লা-মুনি অ্যাপারেলসসহ বিজিএমইএভুক্ত বড় ২০টি প্রতিষ্ঠান।
গত সপ্তাহের রোববার সকালে বেক্সিমকো কারখানায় গিয়ে দেখা যায়, আগের সেই চিরচেনা হইচই নেই। মানুষের আনাগোনা একেবারেই কমে গেছে। আগে যেখানে শ্রমিকদের ভিড়ে সড়কে হাঁটা কঠিন ছিল, সেখানে এখন নীরবতা নেমে এসেছে। শ্রমিকদের ওপর নির্ভর করে এলাকায় শত শত বাড়িঘর তৈরি করেছিলেন স্থানীয় লোকজন। এখন প্রায় সব বাড়িতেই ঝুলছে ‘বাসা খালি আছে’ নোটিশ। অধিকাংশ বাড়িঘরই এখন খালি পড়ে আছে।
স্থানীয় মুদি ব্যবসায়ী মো. হাবিবুল্লাহ বলেন, আগে যেখানে সারা দিনে ৫০ থেকে ৬০ হাজার টাকা বিক্রি হতো, এখন সেখানে ৫ থেকে ১০ হাজার টাকা বিক্রি হচ্ছে। সারা দিনই বসে বসে কাটাতে হয়। আরেক ব্যবসায়ী শংকর চন্দ্র পাল বলেন, মাসের বেতনের সময় হলে কয়েক ভরি গয়না বিক্রি হতো, এখন বেচাবিক্রি নেই বললেই চলে। টিভি আর মুঠোফোনে ভিডিও দেখে সময় পার করছি।
চক্রবর্তী এলাকার বাড়ির মালিক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, তাঁর কলোনিতে ৪৫টি কক্ষ আছে। আগে সব কক্ষেই ভাড়াটিয়া ছিলেন; কিন্তু এখন মাত্র সাতটি কক্ষে ভাড়াটিয়া আছে, বাকিগুলো ফাঁকা পড়ে আছে। এই অবস্থা এলাকার সব বাসায়। অনেকেই ব্যাংকঋণ নিয়ে বহুতল ভবন করেছেন। তাঁরা এখন ব্যাংকের ঋণও দিতে পারছেন না।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিনস লিমিটেড নামের পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। কারখানার শ্রমিক মোস্তাফিজুর রহমান বলেন, কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর নতুন চাকরি পাচ্ছেন না। পরে বাধ্য হয়ে এখন চন্দ্রা থেকে বিভিন্ন আঞ্চলিক সড়কে অটোরিকশা চালাচ্ছেন। মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় হলেও পেশা মনমতো হচ্ছে না। বাধ্য হয়ে এ কাজ করতে হচ্ছে তাঁকে।
জাতীয় গার্মেন্ট শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, গত এক বছরে যাদের চাকরি চলে গেছে, তাঁদের বেশির ভাগই বেকার, অধিকাংশই গ্রামে ফিরে গেছে। অনেকেই ভিন্ন পেশায় যুক্ত হয়েছেন। এখনো যাঁরা কাজ করছেন, সেই সব শ্রমিকের মধ্যে ছাঁটাই আতঙ্ক আছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আল মামুন শিকদার প্রথম আলোকে বলেন, শ্রমিক অসন্তোষ অনেকটাই কমেছে। তবে এখন কিছু কারখানায় নানা ধরনের জটিলতা আছে। যে কারণে শ্রমিকেরা আন্দোলন করছেন। আগে থেকেই টের পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা হচ্ছে। ফলে সেভাবে অসন্তোষ দেখা যাচ্ছে না।
গাজীপুর শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধ কারখানাগুলোর বেশির ভাগই কাজ না থাকা, কার্যাদেশ বাতিল ও আর্থিক সংকটের কারণে বন্ধ হয়েছে।