নাগরিকদের সংরক্ষিত জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘তথ্য যাচাই সেবা’ সাময়িক বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৭ মে) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (৬ মে) তাদের রুটিন মনিটরিংয়ের সময় ধরা পড়ে দুটি প্রতিষ্ঠান থেকে তাদের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। এ দুটো প্রতিষ্ঠান হলো আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক। সাময়িকভাবে ওই দুটি প্রতিষ্ঠানের যাচাই সেবা বন্ধ করা হয়েছে।

কীভাবে তথ্য ফাঁস হলো জানতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

হুমায়ুন কবীর বলেন, ‘‘ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান তাদের এনআইডি অনুবিভাগের সঙ্গে যোগাযোগ করেছে। তারা বলেছে, এ ব্যাপারে তাদের যে নিয়ম রয়েছে সেগুলো নিশ্চিত করতে। যারা জড়িত বলে তদন্তে মনে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এরপর চুক্তি অনুযায়ী যা যা করা দরকার, তা করা হবে।’’ 

নিজেদের পদক্ষেপ তুলে ধরে তিনি আরো বলেন, ‘‘আমরা প্রথম থেকেই মনে করি এ ডেটা আপনাদের, আমাদের, সকলের। আমরা সবাই নিরাপদ থাকব। নিরাপদ রাখার স্বার্থে যখন আমরা বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছি- এ দুটো জায়গা থেকে তথ্য লিক হচ্ছে তখন আমরা সাময়িকভাবে এটা বন্ধ করে দিয়েছি।’’

উল্লেখ্য, এনআইডি অনুবিভাগ থেকে ১৮৬টি প্রতিষ্ঠান তথ্য যাচাই সেবা নিতে ইসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এনআইডি সেবা গ্রহণকারী তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস হওয়ার ঘটনার পর পাঁচটি প্রতিষ্ঠানের সেবা বন্ধ রয়েছে। এবার আরও দুটি প্রতিষ্ঠানে তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া গেল।

ঢাকা/হাসান//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

টাকা ফিরিয়ে দিয়ে বৃদ্ধের দৃষ্টান্ত

বাজার থেকে বাড়ি ফেরার পথে ছোট দুটি শপিং ব্যাগ পান মো. মিজানুর রহমান (৬০)। ব্যাগ খুলে ভেতরে দেখেন একটি মোবাইল ফোন ও একটি ওয়ালেট। সেই সঙ্গে একটি এনআইডি। এর সূত্র ধরে ব্যাগের ভেতর থাকা ৫২ হাজার ৫০০ টাকাসহ সবকিছু ফিরিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সদরে ঘটে এই ঘটনা।

মিজানুর রহমান আখাউড়া পৌর শহরের কলেজপাড়ার বাসিন্দা। দীর্ঘদিন প্রবাসে ছিলেন তিনি। মিজানুর রহমান বলেন, ‘আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সামনের সড়কে মঙ্গলবার সকালে ব্যাগ দুটি পাই। মোবাইলের সঙ্গে টাকাভর্তি ওয়ালেট ছিল। ভেতরে এনআইডিতে পাওয়া ঠিকানা অনুযায়ী মনিয়ন্দ ইউনিয়নের শামসু মিয়ার ছেলে মো. আলমগীর মিয়ার বাড়িতে যাই। না পেয়ে ফোনে যোগাযোগ করি।’

পরে মিজানুর রহমান আখাউড়া পোস্ট অফিসের সামনে আলমগীরের সঙ্গে দেখা করেন। আলমগীর দুটি ব্যাগের রংসহ ভেতরে কী কী ছিল তা বর্ণনা করেন। সব তথ্য মিলে যাওয়ার পর মিজানুর রহমান তাঁকে টাকা, মোবাইল ফোনসহ দুটি শপিং ব্যাগ বুঝিয়ে দেন।

এ সময় মিজানুর রহমানের সঙ্গে ছিলেন প্রতিবেশী ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র সিয়াম সরকার। তিনি বলেন, ‘মিজান আঙ্কেল ব্যাগ দুটি পেয়ে আমাকে ডেকে বলার পর আমি ছবি তুলে ফেসবুকে দিই। পরে এনআইডির ঠিকানা অনুযায়ী অটোরিকশা করে আলমগীর মিয়ার বাড়িতে যাই। পরে তাঁর সবকিছু বুঝিয়ে দিই। মিজান আঙ্কেল খুব ভালো মনের মানুষ।’

টাকা হারিয়ে পাগলপ্রায় আলমগীর মিয়া। তিনি হারানো টাকা, মোবাইল ফেরত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আখাউড়ার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলাম। এমন সময় বাড়ি থেকে ফোন আসে। এই সময়ে মিজানুর রহমানের মতো লোকের অভাব। তিনি সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • গ্রাহকের তথ্য সুরক্ষিত আছে: ব্র্যাক ব্যাংক
  • টাকা ফিরিয়ে দিয়ে বৃদ্ধের দৃষ্টান্ত
  • এনআইডির তথ্য ফাঁসের ঘটনায় দুই প্রতিষ্ঠানের সেবা বন্ধ করল ইসি
  • এনআইডি তথ্য ফাঁসের ঘটনায় দুই প্রতিষ্ঠানের সেবা বন্ধ করল ইসি
  • এনআইডির তথ্য ফাঁস, দুই প্রতিষ্ঠানের তথ্য যাচাই সেবা বন্ধ করল ইসি
  • আগামী সপ্তাহ নাগাদ কানাডায় প্রবাসীদের ভোটার করার কাজ শুরু হবে