টাকা ছাপিয়ে আমরা বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা
Published: 13th, May 2025 GMT
নতুন অর্থবছরের বাজেটে অত্যান্ত বাস্তব ভিত্তিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নেওয়া হবে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে আমরা বাজেট বাস্তবায়ন করব না। ধার করে বড় বড় মেগা প্রকল্প করব না।’
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে কিনা- সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। ইতোমধ্যে রাজস্ব আদায় গতবারের তুলনায় ২ শতাংশ বেশি হয়েছে। খুব হতাশাব্যাঞ্জক না, আমি আরও এক্সপেক্ট করছি। এটলিস্ট গত বারের তুলনায় কম হবে না।’
তিনি বলেন, ‘মোটামুটি বাজেটটা আমরা বাস্তবায়ন করব, বিরাট একটা গ্যাপ নিয়ে করব না। প্রকল্প, এডিপি বাস্তবায়ন করব অত্যান্ত বাস্তব ভিত্তিতে। বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে, ধার করে ডেফিসিট দিয়ে এগুলো করব না। ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে আমরা বাজেট বাস্তবায়ন করব না। কিছুটা তো ডেফিসিট (ঘাটতি) থাকবে। সেটা পূরণ করতে আমি নেগোশিয়েট করছি, আমরা আইএমএফ, বিশ্বব্যাংকের সঙ্গে প্রজেক্টের ব্যাপারে কথা বলছি, সেটা মোটামুটি এখন সাকসেসফুল।’
গতকাল একটি অধ্যাদেশ হয়েছে, যেটার মাধ্যমে ৫৩ বছরের এনবিআর ভেঙে গেল। বলা হচ্ছে- কাস্টম ট্যাক্স ক্যাডারের যারা কর্মকর্তারা তারা লম্বা সময় ধরে আন্দোলন করছিলেন, তাদের মতামত উপেক্ষা করে এই অধ্যাদেশ করা হলো। বিষয়টি কী সে রকম? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেস্টা বলেন, ‘অধ্যাদেশটা ভালো করে পড়ে দেখেন, তাদের স্বার্থ সম্পূর্ণরূপে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যান্ত ছোট একটা ডিভিশন। অতএব এনবিআররের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এনবিআর থাকবে, এনবিআরটা যেভাবে আছে কতোগুলো টার্মস অব রেফারেন্স হিসেবে।’
তিনি বলেন, ‘এটা ইন্টারন্যাশনাল প্যাকটিস পলিসি ডিভিশন আর ইমপ্লিমেশন ডিভিশন এক থাকে না। সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয়ে। অর্থনীতি, পরিসংখ্যক, দেশের জিডিপি এগুলো সম্পর্কে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের কাজ কেবল আদায় করা এটা একটা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকে। আমি পলিসি করলাম, আমি আবার লোক দিয়ে আদায় করলাম।’
তিনি আরও বলেন, ‘অত্যন্ত চিন্তা করে এটা করা হয়েছে। ওদের সঙ্গে যে আলাপ করিনি তা না, আমার যদি মনে করেন এনবিআরের হাজার হাজার লোকের সঙ্গে আলাপ করতে হবে, তা না। যারা মেম্বার, সদস্য ডেফিনেটলি তাদের সঙ্গে আলাপ হয়েছে। ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে, তাদের সঙ্গে আলাপ হয়েছে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ল হউদ দ ন আহম দ ধ র কর করব ন
এছাড়াও পড়ুন:
‘২৬ মে নতুন চ্যালেঞ্জ শুরু হচ্ছে’, ব্রাজিলের দায়িত্ব প্রসঙ্গে আনচেলত্তি
ব্রাজিল জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নাম ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। রিয়াল মায়োর্কার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ডন কার্লোও ঘোষণা দিয়েছেন, ২৬ মে থেকে ব্রাজিলের কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।
ইতালিয়ান কোচ আনচেলত্তি জানিয়েছেন, ২৬ মে থেকে তার নতুন চ্যালেঞ্জ শুরু হচ্ছে। তবে এখনো তিনি রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ পর্যন্ত ভালো করার দিকেই মনোযোগ দিচ্ছেন। এছাড়া তার মাদ্রিদ ছাড়ার বিবৃতি ক্লাব তাদের ইচ্ছে মতো দেবে বলেও উল্লেখ করেছেন ৬৫ বছর বয়সী কার্লো আনচেলত্তি।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘২৬ মে থেকে আমি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব শুরু করছি। এ বিষয়ে আজ আমি কথা বলতাম না। তবে সিবিএফ বিবৃতি দিয়ে দেওয়ায় আমাকে কথা বলতে হচ্ছে। চুক্তি চূড়ান্ত হয়ে গেছে।
তবে আজ আমি রিয়াল মাদ্রিদের কোচ। আমি এই যাত্রা সর্বোত্তম সেরাভাবে শেষ করতে চাই। কারণ এখানে যে সময় আমি রেখে যাচ্ছি, তা আমাকে স্মরণ করতে হবে। এই ক্লাব, খেলোয়াড়, ভক্তদের প্রতি আমার সর্বোচ্চ সম্মান আছে। আমার মনোযোগ এখনো এই অসাধারণ যাত্রার শেষ ম্যাচে।’