ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে ও ভেতরে অবস্থান নিয়েছেন অনেকে।

আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ঢাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকেই শুরু হয় এই কর্মসূচি।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, সকাল নয়টার দিকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান নেন অনেক বিক্ষোভকারী। মূল ফটকের ভেতর ও বাইরে অবস্থান নিয়ে তাঁরা ইশরাক হোসেনকে শপথ পড়াতে দেরি হওয়ার প্রতিবাদ জানাতে থাকেন।

এ সময় তাঁরা ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’, ‘আমাদের মেয়র আমরাই বানাব’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ঢাকাবাসীর ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ ন ইশর ক

এছাড়াও পড়ুন:

পুতিন আর আমি একসাথে না হওয়া পর্যন্ত কিছু ঘটবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সরাসরি দেখা না করা পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অসম্ভব। বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, রাশিয়া তুরস্কে যে স্তরের প্রতিনিধিদল পাঠিয়েছে তাতে তিনি কি হতাশ?

জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “দেখুন, পুতিন এবং আমি একসাথে না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না। ঠিক আছে? এবং স্পষ্টতই তিনি যাবেন না। তিনি যাবেন, কিন্তু তিনি ভেবেছিলেন আমি যাব।”

ট্রাম্প আরো বলেন, “আমি সেখানে না থাকলে তিনি যাবেন না এবং আপনি পছন্দ করুন বা না করুন, আমি বিশ্বাস করি না যে, যতক্ষণ না তিনি এবং আমি একসাথে হই, ততক্ষণ পর্যন্ত কিছু ঘটবে। তবে আমাদের এটি সমাধান করতে হবে। কারণ অনেক লোক মারা যাচ্ছে।”

যুদ্ধ বন্ধের লক্ষ্যে তুরস্কে বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের এ আলোচনা হওয়ার কথা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই শান্তি আলোচনায় অংশ নেন, তাহলে তিনি বৈঠকে অংশ নেবেন। তবে বৃহস্পতিবার ক্রেমলিন বৈঠকের প্রতিনিধিদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নেই। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ