বাংলাদেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে। ২০২৪ সাল শেষে দেশে মোট বেকার বেড়ে হয়েছে ২৬ লাখ ১০ হাজার জন।
রবিবার (১৮ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত শ্রমশক্তি জরিপ থেকে এ তথ্য জানা গেছে।
জরিপের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে ও তার আগের তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় বেকার বেড়েছে ৬০ হাজার।
২০২৪ সালের সেপ্টেম্বর শেষে বেকার ছিল ২৫ লাখ ৫০ হাজার জন। ২০২৪ সালে দেশে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে, ২০২৩ সালে ছিল ৪ দশমিক ১৫ শতাংশ।
শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশের শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যাও কমেছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নিয়ম অনুসারে, বেকার মূলত তারাই, যারা সাত দিনের মধ্যে মজুরির বিনিময়ে এক ঘণ্টা কাজ করার সুযোগ পাননি এবং এক মাস ধরে কাজ খুঁজেছেন, কিন্তু মজুরির বিনিময়ে কোনো কাজ পাননি। বিবিএস এই নিয়ম অনুসারেই বেকারের হিসাব দিয়ে থাকে।
ঢাকা/হাসান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জুলাই শহীদদের তালিকায় আরও ১০ জনের নাম
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের তালিকায় আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। হালনাগাদ তালিকাটি গতকাল সোমবার গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে সরকারি গেজেট অনুযায়ী, এই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা দাঁড়াল ৮৪৪।
প্রকাশিত গেজেটে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই–যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫–এর সংশ্লিষ্ট ধারা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যবিধি অনুযায়ী গণ-অভ্যুত্থান ২০২৪–এ শহীদদের গেজেট প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনজুলাই গণ–অভ্যুত্থান ২০২৪–এর শহীদদের গেজেট প্রকাশ১৬ জানুয়ারি ২০২৫প্রকাশিত গেজেট অনুযায়ী, নতুন করে তালিকাভুক্ত হওয়া ১০ শহীদ হলেন—কুড়িগ্রামের মো. রফিকুল ইসলাম, শরীয়তপুরের নড়িয়ার বাঁধন, ঢাকার পূর্ব সেনপাড়া পর্বতা এলাকার কবির, যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীর মো. নাসির হোসেন, দনিয়ার মো. নুর হোসেন ও উত্তর কুতুবখালীর মো. আসলাম, চট্টগ্রামের ডবলমুরিংয়ের মো. হাছান, নোয়াখালীর সোনাইমুড়ীর ইয়াছিন, যশোর সদরের আ. আজীজ এবং বাগেরহাটের মোরেলগঞ্জের মো. নুরু বেপারী।
আরও পড়ুনজুলাই গণ–অভ্যুত্থান: আহতদের তালিকায় ভুয়া নাম, বাদ পড়ছেন ২৫ জন১০ জুন ২০২৫