কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি আমলা-কর্মচারী এবং গণমাধ্যমে থাকা কর্মীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন’। রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সচিবালয়সহ মোট নয়টি সরকারি সংস্থায় যাঁরা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ হওয়া) সঙ্গে সংশ্লিষ্ট, তাঁদের তালিকা প্রকাশের দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, গণপূর্ত অধিদপ্তরসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরে থাকা প্রায় ৩০০ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন নামের এই সংগঠন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আহ্বায়ক মো.

নজরুল ইসলাম, সদস্যসচিব ফারহান সরকার ও যুগ্ম আহ্বায়ক মো. তানভীর ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সদস্যসচিব মো. আবিদ ইসলাম এবং জুলাই আন্দোলনে আহত সৌরভ। দাবি আদায়ে প্রয়োজনে রাজপথের কর্মসূচি পালনের ঘোষণাও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

লিখিত বক্তব্যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সদস্যসচিব ফারহান সরকার চার দফা দাবি জানান। এর মধ্যে একটি দাবি হচ্ছে সরকারের সব সেক্টরে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করা এবং তা জনসম্মুখে প্রকাশ করা।

ফ্যাসিবাদী কার্যক্রমে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা; প্রশাসনে থাকা ফ্যাসিবাদী আদর্শ প্রচারের সব পথ বন্ধ করা এবং একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিকে চিহ্নিত ও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রক শ সরক র আওয় ম

এছাড়াও পড়ুন:

প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় ইনভেস্টর অ্যাসোসিয়েশন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শমূলক আলোচনা করার জন্য সাক্ষাতের অনুমতি চেয়ে পুনরায় চিঠি দিরেয়ছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। পুঁজিবাজার, বিনিয়োগকারী ও অংশীজনদের স্বার্থ রক্ষার্থে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন সংগঠনটির নেতারা।

শনিবার (১৭ মে) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংগঠনটির সভাপতি এস এম ইকবাল হোসেন স্বাক্ষরিত একটি চিঠি প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল পরামর্শমূলক আলোচনায় বসার জন্য প্রধান উপদেষ্টা বরাবর চিঠি ছিলেন সংগঠনটি সভাপতি এস এম ইকবাল হোসেন।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে শাইনপুকুর সিরামিকস

শনিবার খোলা থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শমূলক আলোচনা করার জন্য সাক্ষাতের অনুমতি চেয়ে পুনরায় চিঠি প্রদানের বিষয়টি রাইজিংবিডি ডটকমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েসনের সমন্বয়ক ও মুখপাত্র নুরুল ইসলাম মানিক।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, জুলাই বিপ্লব ২০২৪ এর পূর্ববর্তী সরকারের শাসনামলে চরম নাজুক অবস্থায় ছিল দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীরা। কিন্তু খুবই দুঃখজনক যে ঐতিহাসিক জুলাই বিপ্লবের পর পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মাঝে যে আশার সঞ্চার হয়েছিল, সেই প্রত্যাশা চরমভাবে হতাশায় পর্যবেশিত হয়েছে।দেশের অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড পুঁজিবাজার আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমতাবস্থায় দেশের পুঁজিবাজার, বিনিয়োগকারী ও অংশীজনের জীবন রক্ষার্থে আপনার সাথে পরামর্শমূলক আলোচনার জন্য অধীর আগ্রহ ও উদ্বেগ উৎকণ্ঠার সাথে অপেক্ষমান বিনিয়োগকারীদের প্রাণের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, গত ২৯ এপ্রিল আপনার দপ্তরে এ বিষয়ে একটি চিঠি প্রেরণ করা হয়েছিল। এখনো পর্যন্ত কোনো কার্যকরি পদক্ষেপ দেখতে না পাওয়ায় পুনরায় আপনাকে স্মরণ করিয়ে দিলাম। আপনার সাথে সাক্ষাতের অনুমতি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন বহিষ্কৃত মুখপাত্র ফাতেমা
  • চট্টগ্রামে বৈষম্যবিরোধী নেত্রীকে অব্যাহতি, অভিযোগ প্রমাণে আলটিমেটাম
  • বিএনপির তোপের মুখে শিক্ষার্থীরা
  • প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় ইনভেস্টর অ্যাসোসিয়েশন
  • ঢাকাস্থ বগুড়া ইউনিয়নবাসীর পরিচিতি ও মতবিনিময় সভা