আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মাতৃপূজা অনুষ্ঠিত
Published: 19th, May 2025 GMT
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ( ৬ষ্ঠ পর্যায়) এর উদ্যোগে মাতৃপূজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) বিকেল তিনটায় শহরের আমলাপাড়া শ্রী শ্রী বালা জিউর বিগ্ৰহ মন্দির গীতা শিক্ষা কেন্দ্রের প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে মাতৃ পূজায় অর্ধশতাধিক শিশু ও তা মাকে নিয়ে অংশগ্রহণ করেন এবং মাতৃ পূজা করেন। পূজা শেষে শিশুরা তাদের মাকে উৎসর্গ করে মায়ের প্রশংসা করে নানা ধরনের বক্তব্যে উপস্থাপন ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সহকারী প্রকল্প পরিচালক শ্রী শ্যামল কুমার চক্রবর্তী, বিশেষ অতিথি ফিল্ড সুপারভাইজার মো.
সার্বিক তত্ত্বাবধানে আমলাপাড়া শ্রী শ্রী বালা জিউর বিগ্রহ মন্দিরের গীতা শিক্ষিকা মমতা কর্মকার। সঞ্চালনায় শ্রাবন্তী কর্মকার ও হৃদীতা সাহা মেঘলা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অন ষ ঠ মন দ র
এছাড়াও পড়ুন:
ছেলেদের পড়াশোনা করাতে কী কষ্টটাই না করেছেন এই মা, পেয়েছেন সরকারের শ্রেষ্ঠ সফল জননীর সম্মাননা
‘কষ্ট হয়েছে, খেয়ে না-খেয়ে থেকেছি, কিন্তু ছেলেদের পড়ালেখা বন্ধ করিনি। তিন ছেলেই এখন চাকরি করে। নাতি-নাতনিদের নিয়ে ভালোই আছি।’
ভালো যে আছেন, মেরিনা বেসরার মুখের হাসিতেই তা ফুটে উঠল। তাঁর বড় ছেলে মাথিয়াস মুর্মু বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাবিলদার। মেজ ছেলে মানুয়েল মুর্মু ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আর ছোট ছেলে সামুয়েল মুর্মু পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব। সন্তানদের যোগ্য করে গড়ে তোলার স্বীকৃতি হিসেবে গত মার্চে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’-এ শ্রেষ্ঠ সফল জননীর সম্মাননা পেয়েছেন ৬৭ বছর বয়সী এই নারী। এলাকায় সবাই তাঁকে এখন মান্য করে।
অথচ কী কষ্টেই না কেটেছে তাঁর প্রথম দিকের জীবন। নিজেই সেই দিনগুলের কথা বললেন মেরিনা, ‘মানুষের জমিতে কাজ করে দৈনিক পেতাম ২০ থেকে ৩০ টাকা। তিন ছেলেসহ পাঁচজনের সংসার। ওদের বাবা ঘরামির (রাজমিস্ত্রি) কাজ করত। মাঝেমধ্যে বড় ছেলেও ওর বাবার সাথে কাজে যেত। এভাবেই ছেলেদের বড় করেছি।’
গত মার্চে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’-এ শ্রেষ্ঠ সফল জননীর সম্মাননা পেয়েছেন মেরিনা বেসরা