জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্প। শিক্ষার্থীদের আবাসন সংকট লাঘবে ফাউন্ডেশনটি প্রাথমিকভাবে ৫০০টি আসন বরাদ্দ দিতে যাচ্ছে।

মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.

মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৭ মে এর মধ্যে নির্ধারিত গুগল ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আরো পড়ুন:

শেকৃবিতে বিশ্ব মৌমাছি দিবস উদযাপন

ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক

শিক্ষার্থীদের আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যসহ গুগল ফর্ম এবং সরকারি আবেদন ফর্ম লিঙ্কে ক্লিক করলেই পাওয়া যাবে।

গত বছরের ১০ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থীর অস্থায়ী আবাসনের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের ফলাফল ও আর্থিক অবস্থার ভিত্তিতে ১০০ শতাংশ, ৭৫ শতাংশ, ৫০ শতাংশ ও ২৫ শতাংশ স্কলারশিপ দেওয়ার কথা জানানো হয়।

আবাসনে থাকবে আধুনিক লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, আইইএলটিএস কোর্স ও সফট স্কিল প্রশিক্ষণের সুবিধা। আবাসনের সব ব্যয় বহন করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। অপরদিকে, ক্যাম্পাসে যাতায়াতের ব্যয় বহন করবে বিশ্ববিদ্যালয়।

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিদেশি কোম্পানির হাতে বন্দর পরিচালনার দায়িত্ব নয়: জাতীয় মুক্তি কাউন্সিল

চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ব্যবস্থাপনা দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিরোধিতা করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। এই উদ্যোগের প্রতিবাদে ৩০ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে তারা।

জাতীয় মুক্তি কাউন্সিল সেন্ট্রাল ওয়ার্কিং টিমের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় জাতীয় মুক্তি কাউন্সিলর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় হয়। জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে এ সভা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় মিয়ানমারকে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে সভায় বলা হয়, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব–সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে অবশ্যই জুলাই গণ–অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করতে হবে।

এ ছাড়া জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিবেচনা করে অবিলম্বে শেখ হাসিনার সরকারের আমলে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড কোম্পানিকে নিউমুরিং টার্মিনাল ব্যবস্থাপনা প্রদান–সম্পর্কিত সম্পাদিত চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হয় সভায়।

সভায় ভারত কর্তৃক সীমান্তে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাভাষী ভারতীয়দের বাংলাদেশের ভেতরে ‘পুশইন’ করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতার কঠোর সমালোচনা করা হয়।

সম্পর্কিত নিবন্ধ