জবি শিক্ষার্থীদের আসন বরাদ্দ দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন
Published: 20th, May 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্প। শিক্ষার্থীদের আবাসন সংকট লাঘবে ফাউন্ডেশনটি প্রাথমিকভাবে ৫০০টি আসন বরাদ্দ দিতে যাচ্ছে।
মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৭ মে এর মধ্যে নির্ধারিত গুগল ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আরো পড়ুন:
শেকৃবিতে বিশ্ব মৌমাছি দিবস উদযাপন
ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক
শিক্ষার্থীদের আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যসহ গুগল ফর্ম এবং সরকারি আবেদন ফর্ম লিঙ্কে ক্লিক করলেই পাওয়া যাবে।
গত বছরের ১০ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থীর অস্থায়ী আবাসনের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের ফলাফল ও আর্থিক অবস্থার ভিত্তিতে ১০০ শতাংশ, ৭৫ শতাংশ, ৫০ শতাংশ ও ২৫ শতাংশ স্কলারশিপ দেওয়ার কথা জানানো হয়।
আবাসনে থাকবে আধুনিক লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, আইইএলটিএস কোর্স ও সফট স্কিল প্রশিক্ষণের সুবিধা। আবাসনের সব ব্যয় বহন করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। অপরদিকে, ক্যাম্পাসে যাতায়াতের ব্যয় বহন করবে বিশ্ববিদ্যালয়।
ঢাকা/লিমন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দখল-দূষণে নাকাল বাকিলাবাসী
বাকিলা চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী একটি বাজার। তবে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বাকিলা বাজারের ব্যবসায়ীরা আছেন অভিভাবক সংকটসহ নানা ঝুঁকিতে। বাজারের উন্নয়ন ও সমস্যা সমাধানে তারা দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন। তবে দ্রুত বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (৫ জুলাই) দুপুরে বাকিলা বাজারে গেলে বিভিন্ন অব্যবস্থাপনার কথা জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।
সরজমিনে দেখা যায়, চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা বাজারটিতে রাস্তার ওপরে যত্রতত্র পার্কিং ও যানজটময় দুরবস্থা। সপ্তাহে দুদিন হাট বসা এই বাজারটিতে শত শত দোকানপাট, ব্যাংক, বীমাসহ নানা প্রতিষ্ঠান থাকলেও শৃঙ্খলা রক্ষায় নেই কোনো বাজার ব্যবস্থাপনা কমিটি। এতে করে বাজারটিতে যে যেভাবে পারছে ময়লা আবর্জনা ফেলাসহ নিজের স্বেচ্ছাচারিতা প্রকাশ করছে।
আরো পড়ুন:
চীনা বিশেষজ্ঞদের সঙ্গে পরিবেশ উপদেষ্টা: বায়ুদূষণ রোধে ৩ মেয়াদে উদ্যোগ নেবে সরকার
ঢাকাসহ দেশব্যাপী দূষণ রোধে অভিযান
স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে বাকিলা বাজারের নিয়ন্ত্রণে নেই কোনো সিসি ক্যামেরা। এতে করে বাজারে বেড়েছে বৈদ্যুতিক মিটারসহ দোকানপাটে চুরি, রাস্তায় ছিনতাইসহ নানা অপরাধ। তাছাড়া রাস্তার ওপরে হাটবাজার, অবৈধ দখলে দোকানপাট নির্মাণ, পাবলিক টয়লেট না থাকা, অবৈধ অটো-সিএনজি স্ট্যান্ড, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা এবং পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে তৈরি হচ্ছে দুর্গন্ধ। ফলে বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগের যেন শেষ নেই।
এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “বাজারের উন্নয়নে দ্রুত নির্বাচন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে বাজারে কিভাবে শৃঙ্খলা রাখা যায়, সে পরিকল্পনাও করা হবে।
চাঁদপুর ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট আব্দুর জব্বার মোল্লা বলেন, “যানজট ও শৃঙ্খলা ফেরাতে বাকিলায় ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হবে। তবে জনবল সংকটে সে ব্যবস্থা করতে কিছুটা সময় বিলম্ব হচ্ছে।”
ঢাকা/মেহেদী