সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকালে নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মো: মনির হোসেনের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সদস্য মো: জুয়েল রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মো:রিয়াজুল ইসলাম রিয়াজ এবং উদ্বোধক হিসবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ও সাবেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, এই জুলাই মাসে আমরা আজ এখানে একত্রিত হয়েছি। এই জুলাই মাসে রক্তের বিনিময়ে আপনার-আমার ভাই এবং কারো না কারোর রক্তের বিনিময়ে জুলাইয়ে আন্দোলন সংগ্রামে ত্যাগের মাধ্যমে ৩৬ জুলাই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

জুলাই আন্দোলনের মাধ্যমে এ দেশটাকে মুক্ত করেছি। সেই কথা মাথায় রেখে আমাদেরকে সদস্য করতে হবে। আওয়ামীলীগের কোন দোসরকে আমাদের দরকার নেই। আগামী দিনে যারা বিএনপিকে ভোট দিবে, যারা বিএনপির আদর্শকে ভালবাসে তাদেরকে খুঁজে খুঁজে বের করে সদস্য করতে হবে।

উদ্বোধকের বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিগত ১৭ বছর যারা স্বৈরাচারী হাসিনার জুলুম অত্যাচারে নিষ্পেশিত হয়েছেন, যারা বিএনপির দূর্দিনে নেতাকর্মীদের আশ্রয় দিয়েছেন এবং বিএনপির জন্য দোয়া করেছেন তারা বিএনপির সদস্য হবে।

যারা বিএনপির নেতাকর্মীদের উপর গত ১৭ বছর জুলুম নির্যাতন, মামলা-হামলা চালিয়েছেন, বাড়ীতে থাকতে দেয় নাই, তারা কিছু টাকা নিয়ে আমাদের হাতে-পায়ে ধরবে। তাদেকে বিএনপির সদস্য পদ দেয়া যাবে না।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রিয় ভাইয়েরা আমাদের কিন্তু এখনো আন্দোলন শেষ হয় নাই। আমরা একটি গনতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আন্দোলন করেছি।

আমাদের সে লক্ষ্য এখনো পুরণ হয়নি। আমরা এখনো সেই অবস্থায় আছি। আমাদের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে গেছে। আমরা এখনো শঙ্কামুক্ত হই নাই। তাই আমরা ভাইয়ে ভাইয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন নুরু, আইন বিষয়ক সম্পাদক এড.

আব্দুর রাজ্জাক রাজু, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলজার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সাধরণ সম্পাদক রাকিবুল দেওয়ান, বিএনপি নেতা মানিক ও জিয়া উদ্দিন বিজয়সহ প্রমূখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ থ ন ব এনপ র সদস য আম দ র

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলোনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ভূইগর সোনালী সংসদ খেলার মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইঘর বাসস্যান্ডে এসে শেষ হয়। 

এসময় মেহেদি হাসান দোলোন আওয়ামী লীগের সংশ্লিষ্ট দুর্নীতিগ্রস্ত নেতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ছাত্রদল সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। যারা ভূমিদস্যুতা ও মাদকের পেছনে আছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

আজকের এই সমাবেশ আয়োজন করা হয়েছে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, নব্য বিএনপি বিরুদ্ধে ও আওয়ামীলীগের গ্রেপ্তারের দাবিতে। ৫ আগষ্ট আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু এখনো আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ পাইনি। তারা বিভিন্নভাবে বিভিন্ন  দলে মিশে গেছে। আমরা প্রশাসনের কাছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তারে দাবি জানাই।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব পালিত
  • ১৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগের অনেক দোসর রয়েছে : টিপু
  • ১৩নং ওয়ার্ড বিএনপি'র সদস্য ফরম বিতরণ 
  • দেশের কল্যানে ঐক্যবদ্ধ হাওয়ার কোন বিকল্প নেই : মাও. জব্বার
  • আওয়ামী লীগ ‘দিন বদলের অঙ্গীকার’ করলেও বাস্তবায়নে ব্যর্থ হয়েছে: বদিউল আলম
  • নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন
  • ভারতীয় নাগরিক নয়, খুনি হাসিনাকে পুশব্যাক করুন : সানি
  • শহীদদের স্মরনে পথ শিশুদের মাঝে জামায়াতে ইসলামী খাবার বিতরণ
  • ফতুল্লায় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ