ইন্টারনেট ব্যবহারে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুহৃদ সমাবেশের আয়োজনে ‘সাইবার নিরাপত্তায় সচেতনতা’ বিষয়ক কর্মশালা ও আলাচনা অনুষ্ঠিত হয়। ১৫ মে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘নিরাপদ ইন্টারনেট, দক্ষ প্রজন্ম’প্রতিপাদ্যে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.
এতে সুহৃদ আবু বক্কর সিদ্দিক, রিদুয়ান রাহী আরমান, মোহাম্মদ স্বাক্ষরসহ সুহৃদরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বক্তারা ইন্টারনেটের নিরাপদ ব্যবহারের গুরুত্ব, মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে সচেতনতার পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর দেলোয়ার হোসেন দিলু বলেন, এআই মানবসভ্যতায় গোপনীয়তার জন্য বড় ঝুঁকি। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানব শরীরের সব তথ্য এমনকি হাতের আঙুলের ছাপ পর্যন্ত নকল করা যায়। ফলে যে কোনো মানুষের জিনতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং ফরেনসিক পরিবর্তন করে তার হুবহু নকল বা প্রতিরূপ তৈরি করা যায়। এর ফলে সহজ হয়ে যাবে সাইবার প্রতারণা ও জালিয়াতি কর্মকাণ্ড। নানাভাবে মানুষকে ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহৃত হতে পারে এটি। তাই বাঁচতে হলে জানতে হবে। বুঝতে হবে সাইবার অপরাধ কী? কীভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়।
অনেক সময় টাকার লোভ দেখিয়ে দেওয়া হয় কিছু ফিশিং লিংক। এসব লিংকের মাধ্যমে বাগিয়ে নিতে পারে ব্যক্তিগত তথ্য এবং গোপন পাসওয়ার্ড, বিপুল পরিমাণ অর্থ। তাই বাঁচতে হলে এ বিষয়ে সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে মো. মহসীন আলী বলেন, ইন্টারনেটের মতো সমসাময়িক বিষয়ে কর্মশালা এবং আলোচনা অত্যন্ত জরুরি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী কর্মশালা আয়োজনের জন্য সুহৃদ সমাবেশের প্রতি কৃতজ্ঞতা।
আফজাল হোসেন বলেন, স্মার্টফোনের লগারিদম এতটাই সংবেদনশীল আপনি যে ধরনের ছবি বা ভিডিও দেখতে থাকবেন ঠিক সেই ধরনের ছবি বা ভিডিও বারবার আপনার কাছে আসতে থাকবে। এগুলো আপনার তথ্যভান্ডারে জমা হতে থাকবে। কাজেই আপনার মোবাইল ফোন চেক করলেই আপনার যাবতীয় তথ্য বেরিয়ে আসবে।
সফিকুল আলম স্বাগত বক্তব্যে বলেন, ‘মোবাইল আপনার আমার অগোচরেই সব রকম কর্মকাণ্ডের তথ্য সংরক্ষণ করতে পারে এবং এসব তথ্য থেকে মানুষের গতিবিধি নিরূপণ করা যায়। কাজেই মোবাইল এবং ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার প্রত্যাশিত।’
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দ সম ব শ
এছাড়াও পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ