ছবি: প্রথম আলো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মুরগিবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন জেলার তাড়াশ উপজেলার তেঘুরি গ্রামের শোয়েব আলী (২২), রায়গঞ্জ উপজেলার শেনগাতী গ্রামের জাহিদুল ইসলাম (২০) এবং একই গ্রামের আবদুল গাফফার (২১)। তাঁরা একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নলকা সেতু এলাকা থেকে মোটরসাইকেলে তিন বন্ধু সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে তাঁদের মোটরসাইকেলটি সিরাজগঞ্জ শহর-নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মুরগিবাহী ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে–মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি পাওয়া যায়নি। লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই স্বজনেরা নিয়ে গেছেন। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

সম্পর্কিত নিবন্ধ