‘আমরার লগে প্রতারণা করছে, টাকা ছাড়া যমুনা ছাড়তাছি না’
Published: 20th, May 2025 GMT
‘বৃষ্টিতে ভিজছি, রোদে শুকায়ছি। এহন ভিজা কাপর শরীলে শুকায়তাছি। আমরা টাকার লাইগা আইছি, টাকা ছাড়া যমুনার সামনে থেকে যামু না। কেন আমরার লগে প্রতারণা করছে, উপদেষ্টাও আমরার সাথে প্রতারণা করছে, সরকারে আমরারে লেখিত দিছে ৭ তারিখে আমরারে পাওনা-দেওনা বুঝাইয়া দিবে। কিন্তু তারার মিথ্যা কথায় আমরা আর এ রাস্তা ছাড়তাছি না।’- কথাগুলো বলছিলেন টিএনজেড গ্রুপের পোশাক কারখানায় ৪ বছর ধরে অপারেটর হিসেবে কাজ করে আসা শ্রমিক মিনারা বেগম।
মিনারা বেগমের মত শত শত শ্রমিক বেতন বোনাসের দাবিতে আজ মঙ্গলবার বিকেল তিনটা থেকে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে সড়কের মোড়ে অবস্থান করছেন। এর মধ্যে দুই দফায় দীর্ঘ সময় বৃষ্টিতে ভিজেছেন এসব শ্রমিকেরা।
মিনারা বেগম যখন কথাগুলো বলছিলেন, তখন রাত ১০টা বাজে। দীর্ঘ ৭ ঘণ্টা অবস্থান করলেও তারা ঠিক জানেন না, কখন বাড়ি ফিরবেন। যে বেতনের আশায় ৮ দিন ধরে শ্রম ভবনের সামনে সড়কে অবস্থান করছেন, আজ যমুনার সামনে অবস্থান করছেন, সে আশা ঠিক পূরণ হবে কি না। তবে তাদের কথা হলো বেতন না নিয়ে বাসায় ফিরবেন না।
মিনারা বেগম প্রথম আলোকে বলেন, গেল ঈদে বাচ্চাদের কিছুই দিতে পারেননি। আরেক ঈদ আসতেছে। এবারও কী কিছু দিতে পারবেন না, সেই প্রশ্ন তাঁর। তবে এবার বেতন নিয়েই ঘরে ফিরবেন বলে জোরের সঙ্গে বলেন। তিনি বলেন, ‘কেন আমড়ার লগে প্রতারণা করছে। যমুনার সামনে থেকে বেতন নিয়া আমরা বাড়ি ফিরব। কালো মুখে আমরা যাইতে চাই না বাচ্চাদের সামনে। হাসিমুখে যাতে যাইতে পারি, এ অবস্থান কইরা এই জায়গা ত্যাগ করব।’
কাকরাইল মসজিদের সামনে সড়কের মোড়ে রাতেও শত শত শ্রমিক অবস্থান নিয়ে আছেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র স মন অবস থ ন আমর র
এছাড়াও পড়ুন:
উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।
আরো পড়ুন:
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।
প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এমআর/রফিক