অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চলবে
Published: 20th, May 2025 GMT
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা– এই দুই বিভাগ করা নিয়ে সংস্থাটির কর্মকর্তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, তা দূর হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এনবিআরকে যেভাবে দুটি ভাগে ভাগ করা হয়েছে, সেটিই বহাল থাকবে।
মঙ্গলবার সচিবালয়ে এনবিআরের কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড.
তবে অর্থ উপদেষ্টা আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানালেও আন্দোলনরত কর্মকর্তারা ভিন্ন দাবি করছেন। তারা বলছেন, আলোচনা ফলপ্রসূ হয়নি। তারা আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন। দুপুরে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে এনবিআরের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগ এবং সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
আজ অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান সাংবাদিকদের জানান, অর্থ উপদেষ্টা ও অন্য উপদেষ্টারা এনবিআরের কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন। এখন অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ব্যাপারে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এনবিআর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এনবিআর পৃথকের ব্যাপারে গেজেট প্রকাশ করা হবে। আগামী ২ জুন বাজেট দেওয়া হবে। এরপর এনবিআর আলাদা করার বিষয়টি নিয়ে কাজ করা হবে।
তিনি আরও বলেন, ‘এনবিআর পৃথকের বিষয়টি বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। অনেক কাজ আছে এসব নিয়ে। সে সময় আমরা দেখব তাদের দাবি কতটুকু নেওয়া যায়। প্র্যাকটিক্যাল ইস্যুতে দশ ও দেশের স্বার্থে, ব্যবসার স্বার্থে আমরা যেটাকে অনুমোদন করেছি, সেটা রাখব। কিন্তু তাদের বিষয়গুলো– বিধি হোক আর যেভাবেই হোক, সেটা করতে আমরা চেষ্টা করব।’
বিষয়টি নিয়ে আন্দোলরত কর্মকর্তাদের সঙ্গে আর কোনো বৈঠক হবে কিনা, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের সঙ্গে আনুষ্ঠানিক আর কোনো আলোচনা হবে না। তাদের যে উপদেষ্টা কমিটি আছে, তারা তাদের সঙ্গে আলাপ করে এটা করবে।
আজকের বৈঠক ফলপ্রসূ কিনা, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৈঠক ফলপ্রসূ। আলাদা বিভাগ হিসেবে কাজ শুরু হবে কবে– জানতে চাইলে তিনি বলেন, আগে গেজেট করতে হবে। গেজেটের আগেও অনেক কাজ আছে। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায়। এটা বাজেটের আগে না পরে– এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজেট তো ২ জুন দিব। এর আগে কীভাবে করব!’ আন্দোলনরত কর্মকর্তারা সন্তুষ্ট কিনা, আন্দোলন থেকে সরে আসবে কিনা জানতে চাইলে সালেহউদ্দিন বলেন, আমরা বলেছি আন্দোলন থেকে সরে আসেন। তারা কী বলেছে, সেটায় আমার কিছু যায়-আসে না।
এদিকে আজ বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়, আলোচনায় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ এর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি বিসিএস (কর) ক্যাডার ও বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডার কর্মকর্তাদের প্রতিনিধিরা তাদের বক্তব্য ও মতামত তুলে ধরেন। জারিকৃত অধ্যাদেশ বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন উদ্বেগ, পরামর্শ ও মতামত গুরুত্বসহকারে শোনা হয়। উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হবে বলে অর্থ উপদেষ্টা আশ্বাস দেন।
গত ১২ মে রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনবিআরকে দুটি ভাগে বিভক্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠন করা হয়। তবে ওই অধ্যাদেশে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। কর্মকর্তারা দাবি করছেন, এতে তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং তাদের মতামত উপেক্ষা করা হয়েছে। এ অভিযোগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কর্মকর্তা-কর্মচারীরা টানা চার কর্মদিবস কলমবিরতি কর্মসূচি পালন করেন।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে অর্থ বিভাগের সম্মেলেন কক্ষে অর্থ উপদেষ্টা এবং অন্য দু’জন উপদেষ্টার উপস্থিতিতে সভা হয়েছে। তবে সভা ফলপ্রসূ হয়নি। বুধবার (আজ) দুপুর ১২টায় এনবিআর প্রাঙ্গণে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং হবে এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে প্রেস ব্রিফিংয়ের আগ পর্যন্ত সকাল ৯টা থেকে এনবিআরের অধীন ঢাকার দপ্তরগুলোর আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারী রাজস্ব ভবনের নিচতলায় এবং ঢাকার বাইরের অন্য সব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: এনব আর র কর মকর ত দ র র র কর মকর ত কর মকর ত র ক স টমস ব যবস থ ব ষয়ট
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারে এক রাতে ২ বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবারও এক রাতে ২ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা মধ্যপাড়া এবং মানিকপুর এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা মধ্যপাড়ার ইদ্রিস আলীর ছেলে মো. আরিফ (৪০) এর বাড়িতে ১০/১২ জনের মুখোশ পরিহিত ডাকাতদল তার ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। অস্ত্রের মুখে বাড়ীর সকলকে জিম্মি করে স্বর্ণালংকার নগদ ৫হাজার টাকা, বিকাশে থাকা ৫০ হাজার,একটি রেডমি স্মার্টফোন, বাটন মোবাইল ফোনসহ আনুমানিক ২লাখ টাকার মালামাল লুটে নেয়।
অপরদিকে, একই ইউনিয়নের মানিকপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মনির হোসেনের (৪০) বাড়িতে প্রবেশ করে নগদ ৫হাজার টাকা এক ভরি স্বর্ণালংকারসহ অন্যন্য মালামাল লুটে নেয়। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।