সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে একটি গাছের ডালে ঝুলে থাকা জাকারিয়া আহমদ (২৩) নামের বাংলাদেশির লাশ ২৫ ঘণ্টা পর হস্তান্তর করেছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার দুপুরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়। জাকারিয়া কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের সীমান্তবর্তী লামাগ্রামের আলা উদ্দিনের ছেলে। 

স্থানীয় বনপুর গ্রামের সাবেক মেম্বার আতাউর রহমান জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি-বিএসএফ বৈঠক হয়। দুপুর ১টার দিকে লাশ হস্তান্তর করে বিএসএফ। তিনি জানান, কয়েক দিন আগে বিয়ে করেন জাকারিয়া। তাদের মধ্যে কোনো মনোমালিন্য ছিলো না। এলাকার কারও সঙ্গে কোনো প্রকার দূরত্ব বা দ্বন্দ্ব ছিল না তার। তার মৃত্যু রহস্যজনক।

গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সীমান্ত পিলার ১২৫৭/২০-এর পাশের একটি গাছের ডালের সঙ্গে জাকারিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। লাশটি ভারতে অভ্যন্তরে থাকায় গতকাল রাত পর্যন্ত উদ্ধার করা যায়নি। রাতে ভারতীয় পুলিশ ও বিএসএফ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। ওইদিন বিজিবি পতাকা বৈঠকের আহ্বান করলেও সাড়া দেয়নি বিএসএফ। ফলে লাশটি ১০-১২ ঘণ্টা গাছের ডালে ঝুলে থাকে। আজ শুক্রবার পতাকা বৈঠকের পর ফেরত দেয় বিএসএফ। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানিয়েছেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যারে বিষয়টি জানা গেছে। তবে ময়নাতদন্ত করলে মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে মরদেহ প্রেরণ করা হয়েছে। 

৪৮ বিজিবি অধিনায় লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানিয়েছেন, বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে লাশ গ্রহণ করার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ম ন ত হত য ব এসএফ

এছাড়াও পড়ুন:

ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছুঁড়া ছররা গুলিতে আলমগীর হোসেন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) সকালে সীমান্তের লহ্মীদাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। আহত আলমগীর লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে।  

আহতের ভাগ্নে বেলাল হোসাইন জানান, সীমান্তে তার মামা আলমগীরের একটি মৎস্য ঘের রয়েছে। সোমবার ভোরে ঘেরে যান তিনি। এ সময় ভারত থেকে কয়েকজন লোক দৌঁড়ে আসছিল। তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছুঁড়ে। তার মামার ডান পাশের ঘাড়ে ও মাথায় গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরো পড়ুন:

ছবি তুলতে গিয়ে সীমান্ত অতিক্রম, দুই কিশোরকে ফেরত দিল বিএসএফ 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ উদ্ধার

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, ছররা গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের ডান পাশের কয়েকটি স্থানে ছররা গুলি রয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কা মুক্ত।

সাতক্ষীরা ৩৩ বিজিবির ভোমরা ক্যাম্পের কমান্ডার জহির উদ্দীন বলেন, “আলমগীর গত ৩০ জুলাই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে তার আত্নীয়ের বাড়িতে যান। আজ সোমবার অবৈধভাবে বাংলাদেশের আসার পথে বিএসএফর গুলিতে তিনি আহত হয়েছেন।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
  • ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
  • ছবি তুলতে গিয়ে সীমান্ত অতিক্রম, ফেরত দিল বিএসএফ 
  • ‘ছবি তুলতে গিয়ে ভুলে’ সীমান্ত অতিক্রম, বিএসএফের হাতে দুই বাংলাদেশি কিশোর আটক, পরে ফেরত
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ উদ্ধার