গিল যুগের শুরুতেই আক্রমণাত্মক বার্তা
Published: 21st, June 2025 GMT
রিশাভ পান্ত ডাউন দ্য উইকেটে এসে বেন স্টোকসকে চার উড়ালেন। ইয়াসভি জয়সোয়াল বোলারের মাথার ওপর দিয়ে মারছেন অনায়েসে। শুভমান গিলকে থামানোই যাচ্ছে না। অভিজ্ঞতার ঢালা মেলে লোকেশ রাহুল দারুণ।
ভারতের টেস্ট ক্রিকেটে শুরু হয়েছে গিল যুগ। রোহিত, বিরাটরা টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ায় গিলের হাতে টেস্ট দলের দায়িত্ব। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু ভারতের নতুন মিশন।
প্রথম দিনেই বাজিমাত ভারতের। ৪.
আরো পড়ুন:
সিলেট সীমান্তের ওপারে ঝুলে থাকা বাংলাদেশির লাশ ২৫ ঘণ্টা পর হস্তান্তর
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা
ইংল্যান্ডের আমন্ত্রণে লিডসে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৯১ রান করেন রাহুল ও জয়সোয়াল। মনে হচ্ছিল প্রথম সেশনে কোনো উইকেট হারাবে না ভারত। কিন্তু হঠাৎ ছন্দপতনে ২ উইকেট হারায় অতিথিরা। রাহুলকে ৪২ রানে স্লিপে আটকে দেন কার্স। এরপর স্টোকসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন সুদর্শন।
সেখান থেকে জয়সোয়াল ও গিল ১২৯ রানের জুটি গড়েন। জয়সোয়াল তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ইনিংসটি বড় করতে না পারেননি এরপর। স্টোকসের বলে বোল্ড হওয়ার আগে ১৬ চার ও ১ ছক্কা হাঁকান। সেখান থেকে পান্ত ও গিল ছিলেন অপ্রতিরোধ্য। অবিচ্ছিন্ন ১৩৮ রানের জুটি গড়ে দলকে বিশাল পুঁজির পথে এগিয়ে নেন।
ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলেও মনোযোগ হারাননি গিল। ২২ গজে দাপট অব্যাহত রেখেছেন। পান্ত ফিফটি তুলে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জয়স য় ল উইক ট
এছাড়াও পড়ুন:
‘আ. লীগ ক্ষমতায় এলে দেইখ্যা নেব’, ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি
সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। রবিবার (৩ আগস্ট) বিকেলে রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন ওসি।
তিনি বলেন, ‘‘গত বৃহস্পতিবার রাত ১টা ৩৪ মিনিটে ভারতীয় একটি মোবাইল একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল আসে। যেটা আমার অপরিচিত নম্বর ছিল। তাই আমি গুরুত্ব দেইনি। পরে ওই নম্বর থেকে অনেকবার ফোন ও মেসেজ আসে। একপর্যায়ে আমি ফোন রিসিভ করে কে বলছেন- জানতে চাই। তখন ফোনের অপর প্রান্তের ব্যক্তি বলে, মোখলেছুর রহমান বলছেন? ওসি ছাতক থানা। আমি উত্তর দেই হ্যাঁ। আমি ওনাকে জিজ্ঞাসা করি, কে বলছেন? সে তখন উত্তর দেয়, আমার পরিচয় পরে দেব, আওয়ামী লীগ হারায় নাই, ১০ বছর পরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেইখ্যা নেব। এ কথা শুনে আমি ফোন কেটে দেই। বুঝতে পারি, তার উদ্দেশ্য ভালো নয়।’’
ওসি বলেন, ‘‘এরপর একাধিকবার সে আমাকে মেসেজ দিয়েছে, ‘নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করেন’, ‘আওয়ামী লীগ হারাইয়া যায় নাই’ , ‘আওয়ামী লীগ ১০ বছর পরে হইলেও ফিরবে’, ‘বিষয়টা মাথায় রাইখেন’। আমি তখন তাকে মেসেজ দিয়ে জানালাম, পরিচয় দিয়ে মেসেজ দেবেন দয়া করে। এরপর সে মেসেজ দেয়, ‘দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকেন ধরা হবে। মাইন্ড ইট।’’
আরো পড়ুন:
কুমিল্লায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি এ ঘটনায় থানায় জিডি করেছেন বলে জানান মোখলেছুর রহমান আকন্দ।
ঢাকা/মনোয়ার/রাজীব