গিল যুগের শুরুতেই আক্রমণাত্মক বার্তা
Published: 21st, June 2025 GMT
রিশাভ পান্ত ডাউন দ্য উইকেটে এসে বেন স্টোকসকে চার উড়ালেন। ইয়াসভি জয়সোয়াল বোলারের মাথার ওপর দিয়ে মারছেন অনায়েসে। শুভমান গিলকে থামানোই যাচ্ছে না। অভিজ্ঞতার ঢালা মেলে লোকেশ রাহুল দারুণ।
ভারতের টেস্ট ক্রিকেটে শুরু হয়েছে গিল যুগ। রোহিত, বিরাটরা টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ায় গিলের হাতে টেস্ট দলের দায়িত্ব। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু ভারতের নতুন মিশন।
প্রথম দিনেই বাজিমাত ভারতের। ৪.
আরো পড়ুন:
সিলেট সীমান্তের ওপারে ঝুলে থাকা বাংলাদেশির লাশ ২৫ ঘণ্টা পর হস্তান্তর
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা
ইংল্যান্ডের আমন্ত্রণে লিডসে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৯১ রান করেন রাহুল ও জয়সোয়াল। মনে হচ্ছিল প্রথম সেশনে কোনো উইকেট হারাবে না ভারত। কিন্তু হঠাৎ ছন্দপতনে ২ উইকেট হারায় অতিথিরা। রাহুলকে ৪২ রানে স্লিপে আটকে দেন কার্স। এরপর স্টোকসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন সুদর্শন।
সেখান থেকে জয়সোয়াল ও গিল ১২৯ রানের জুটি গড়েন। জয়সোয়াল তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ইনিংসটি বড় করতে না পারেননি এরপর। স্টোকসের বলে বোল্ড হওয়ার আগে ১৬ চার ও ১ ছক্কা হাঁকান। সেখান থেকে পান্ত ও গিল ছিলেন অপ্রতিরোধ্য। অবিচ্ছিন্ন ১৩৮ রানের জুটি গড়ে দলকে বিশাল পুঁজির পথে এগিয়ে নেন।
ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলেও মনোযোগ হারাননি গিল। ২২ গজে দাপট অব্যাহত রেখেছেন। পান্ত ফিফটি তুলে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জয়স য় ল উইক ট
এছাড়াও পড়ুন:
লোকসানে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’ বন্ধ
বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’ লোকসানের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে সিনেপ্লেক্সটি বন্ধ রাখা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিনেপ্লেক্সটির স্বত্বাধিকারী রোকনুজ্জামান ইউনূস রুবেল সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং বন্ধের কারণ জানান।
আরো পড়ুন:
কাজাখস্তানে আফরান নিশোর ‘দম’
আশির দশকের বাংলা সিনেমা ও সিনেমাকেন্দ্রিক সমাজ
রোকনুজ্জামান ইউনূস বলেন, ‘‘সিনেপ্লেক্স চালাতে গিয়ে সব মিলিয়ে মাসে প্রায় তিন লাখ টাকার মতো খরচ হচ্ছে। কিন্তু সেটা তুলতে পারছি না দর্শকদের টানতে পারবে এমন সিনেমার অভাবে। 'তাণ্ডব’ সিনেমার পর আর কোনো ব্যবসা সফল সিনেমা আসেনি। অনেক ছবি মুক্তি পেলেও দর্শকের সাড়া মেলেনি। আমাদের দেশের সিনেমা ঈদ ছাড়া দর্শক টানতে পারছে না।’’
তিনি আরো বলেন, ‘‘বিদেশি সিনেমা চালাতে পারলে দর্শক আসত। প্রতিযোগিতায় আমাদের সিনেমাও ভালো চলত। কিন্তু বাইরের সিনেমা আমদানি একেবারে বন্ধ। তাই টানা লোকসান আর সম্ভব নয়। মূল কথা হচ্ছে, আমাদের ব্যবসা আমাদের মতো করে চালাতে দিতে হবে।’’
রোকনুজ্জামান ইউনূস বলেন, ‘‘সরকারের প্রতি আমাদের অনুরোধ, আমরা আপনাদের সঙ্গে দেখা করতে চাই। আমাদের কথা আপনারা শোনেন। আমাদের কথা যদি পছন্দ হয়, ভালো লাগে; তাহলে সেটা গ্রহণ করেন। আমাদের কথা যদি অগ্রহণযোগ্য হয়, আমাদের বলে দেন; এটা হবে না। তাহলে আমরা আমাদের হল একেবারে বন্ধ করে দেব। আর যদি আমাদের সহযোগিতা করেন, তাহলে এটি আমরা আরো সুন্দরভাবে করব এবং আমরা কথা দেব, মধুবনের মতো আরো ২০০ সিনেপ্লেক্স আমরা বাংলাদেশে তৈরি করব।’’
‘মধুবন সিনেপ্লেক্সের’ স্বত্বাধিকারী বলেন, ‘‘২০১৫ সালে শাকিব খানের ‘লাভ ম্যারেজ’ মুক্তির সময় ভাঙা চেয়ার, ছারপোকার কামড়, গরমের মধ্যেও হলভর্তি দর্শক হয়। এরপর ২০১৬ সালে ‘আয়নাবাজি’ প্রদর্শনের সময় শিক্ষিত শ্রেণির দর্শকের ঢল নামে। এমন পরিবেশেও দর্শকদের আগ্রহ দেখে সিনেপ্লেক্স তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় দর্শকদের সঙ্গে কথা বলে ভবিষ্যৎ পরিকল্পনা করা হয়। এরপর ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০২১ সালে বগুড়ার প্রথম সিনেপ্লেক্স হিসেবে যাত্রা শুরু করে মধুবন।’’
তিনি আরো বলেন, ‘‘মধুবন সিনেপ্লেক্সের জন্য বেলজিয়াম থেকে ‘প্রজেকশন মেশিন’ আনা হয়। আমেরিকা থেকে ‘সাউন্ড সিস্টেম’ এবং মুম্বাই থেকে ‘গ্যালালাইট মেটাল কোডেড পর্দা’ আনা হয়। সেই সিনেপ্লেক্স আজ বন্ধ করে দিতে হচ্ছে।’’
ঢাকা/এনাম/বকুল