হেডিংলি টেস্টের তৃতীয় দিন জমে উঠেছিল ইংল্যান্ড-ভারতের হাড্ডাহাড্ডি লড়াইয়ে। ওলি পোপের সেঞ্চুরি আর হ্যারি ব্রুকের আক্ষেপের ইনিংসের মাঝেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন জাসপ্রিত বুমরাহ। তার দুর্দান্ত পেস বোলিংয়ে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে থামিয়ে ৬ রানের লিড আদায় করে নিয়েছে ভারত।

তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। যশস্বী জয়সোয়াল (৪) ব্রাইডন কার্সের বলে জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর সাই সুদর্শনও (৩০) ফিরে যান বেন স্টোকসের বলে। লোকেশ রাহুল ৪৭ ও শুভমান গিল ৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। ২ উইকেটে ৯০ রান তুলে ভারতের মোট লিড দাঁড়ায় ৯৬ রানে।

এর আগে দিনের শুরুতে ৩ উইকেটে ২০৯ রান নিয়ে মাঠে নামে ইংল্যান্ড। ১০৬ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার শিকার হয়ে ফেরেন ওলি পোপ।। ১৩৭ বলের ইনিংসে ১৪টি চারের মার ছিল তার। এরপর ব্রুক ও স্টোকস গড়েন ৫১ রানের জুটি। স্টোকস ফিরলে স্মিথকে সঙ্গে নিয়ে আরও ৭৩ রান যোগ করেন ব্রুক। ইনিংসে দুটি জীবন পাওয়া ব্রুক ১১২ বলে ৯৯ রান করে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন, প্রসিদ্ধের বলেই থামেন তিনি।

স্মিথ (৪০) ও শেষদিকে ওকস (৩৮) কিছুটা প্রতিরোধ গড়লেও, বুমরাহর গতির সামনে হার মানে ইংল্যান্ড। শেষ তিন উইকেটের দুটি তুলে নিয়ে ১২বারের মতো পাঁচ উইকেটের স্বাদ পান বুমরাহ, যা দেশের বাইরে কপিল দেবের সঙ্গে যৌথভাবে ভারতের শীর্ষ রেকর্ড। সিরাজ দুটি এবং প্রসিদ্ধ পান তিনটি উইকেট। শেষপর্যন্ত ৪৬৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

ছয় বছর পর আবার সভাপতি হচ্ছেন সৌরভ

ভারতীয় ক্রিকেটের রাজপুত্র সৌরভ গাঙ্গুলী ফের নিজের ঘরেই ফিরছেন। ছয় বছর আগে যেখান থেকে ক্রিকেট প্রশাসনে পা রাখেন, সেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) শীর্ষ পদে আবার দেখা যাবে তাকে। সাবেক এই অধিনায়ক চলতি বছরই সংগঠনটির সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। এমনটাই নিশ্চিত করেছেন তিনি নিজেই।

‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘‘তিনি এবারের সিএবি নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন। এমনকি সংগঠনের ভেতরে থেকে জানা গেছে, কোনো নির্বাচন ছাড়াই সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করার চিন্তা চলছে। বর্তমান সভাপতি, সৌরভের ভাই স্নেহাশীষ গাঙ্গুলীর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পদটি শূন্য হচ্ছে। ফলে দীর্ঘ ছয় বছর পর আবার বেঙ্গল ক্রিকেটের হাল ধরতে চলেছেন সৌরভ।

আগামী ১৪ আগস্ট সিএবির অ্যাপেক্স কাউন্সিলের চূড়ান্ত সভা এবং ২০ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যেই সৌরভের নাম ঘিরে তৈরি হয়েছে আলোচনার ঝড়। প্রশাসনের অভিজ্ঞতা তো আছেই, সঙ্গে রয়েছে তার অতীত সফল নেতৃত্বের নজিরও।

আরো পড়ুন:

সৌরভের বায়োপিক: রাজকুমার বললেন, নার্ভাস লাগছে

দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলির গাড়ি বহর 

২০১৫ সালে প্রথমে সিএবির সচিব, এরপর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৌরভ। তার হাত ধরেই বেঙ্গল ক্রিকেটে আসে পেশাদারিত্বের ছোঁয়া। উন্নত কোচিং স্ট্রাকচার, ট্যালেন্ট হান্ট, রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্স; সব কিছুতেই ছিল তার প্রত্যক্ষ নজরদারি। এরপর ২০১৯ সালে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সভাপতি হন এবং দেশীয় ক্রিকেটকে পৌঁছে দেন নতুন উচ্চতায়।

বিসিসিআইয়ের সভাপতি হিসেবে সৌরভের মেয়াদকালে ভারত আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ একটি ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) পায়, যেখানে তরুণ ও চোটপ্রাপ্ত খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা গড়ে ওঠে। তার নেতৃত্বেই আইপিএলের সম্প্রচার চুক্তি হয় ইতিহাস গড়া। যেখানে ২০২৩-২০২৭ মেয়াদে বিসিসিআই রাজস্ব পেয়েছে ৪৮ হাজার কোটি টাকারও বেশি।

আবার যখন তিনি সিএবিতে ফিরছেন, প্রশ্ন উঠছে—বেঙ্গল ক্রিকেট কী নতুন করে জাগরণ দেখবে? সম্ভাবনার দরজা যেমন উন্মুক্ত, তেমনি প্রত্যাশার চাপও কম নয়। তবে যাকে ঘিরে এত আলোচনার কেন্দ্রবিন্দু, সেই সৌরভের ওপর আস্থা রাখতেই চাইছে ক্রিকেট মহল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • ফ্রিজের বরফ দূর করার ৭টি সহজ উপায়
  • প্রথমে প্রবাসীদের তথ্য সংগ্রহ, এরপর অনুসরণ করে ডাকাতি
  • এনবিআরের আন্দোলনে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি জানতে চেয়েছে সরকার
  • এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফিরবেন তামিম, থাকবেন মুশফিকুর-মাহমুদউল্লা
  • ‘তুমি কাজ করবে নাকি?’, একটা প্রশ্ন বদলে দিল জীবনের গল্প
  • কান দিয়ে পানি পড়লে কী সার্জারির দরকার আছে?
  • জন্মের পর হাসপাতালে নবজাতককে রেখে পালিয়ে যান দম্পতি, অতঃপর
  • নষ্ট করতে বলার পরও মোবাইল ফোন রেখে দিয়েছিলেন প্রেমিক, সেই ভুলে ফাঁস স্বামী খুনের রহস্য
  • নড়াইলে তিন বছরের শিশুকে হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন
  • ছয় বছর পর আবার সভাপতি হচ্ছেন সৌরভ