বুমরাহর ৫ উইকেটেই ৬ রানের লিড ভারতের
Published: 23rd, June 2025 GMT
হেডিংলি টেস্টের তৃতীয় দিন জমে উঠেছিল ইংল্যান্ড-ভারতের হাড্ডাহাড্ডি লড়াইয়ে। ওলি পোপের সেঞ্চুরি আর হ্যারি ব্রুকের আক্ষেপের ইনিংসের মাঝেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন জাসপ্রিত বুমরাহ। তার দুর্দান্ত পেস বোলিংয়ে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে থামিয়ে ৬ রানের লিড আদায় করে নিয়েছে ভারত।
তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। যশস্বী জয়সোয়াল (৪) ব্রাইডন কার্সের বলে জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর সাই সুদর্শনও (৩০) ফিরে যান বেন স্টোকসের বলে। লোকেশ রাহুল ৪৭ ও শুভমান গিল ৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। ২ উইকেটে ৯০ রান তুলে ভারতের মোট লিড দাঁড়ায় ৯৬ রানে।
এর আগে দিনের শুরুতে ৩ উইকেটে ২০৯ রান নিয়ে মাঠে নামে ইংল্যান্ড। ১০৬ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার শিকার হয়ে ফেরেন ওলি পোপ।। ১৩৭ বলের ইনিংসে ১৪টি চারের মার ছিল তার। এরপর ব্রুক ও স্টোকস গড়েন ৫১ রানের জুটি। স্টোকস ফিরলে স্মিথকে সঙ্গে নিয়ে আরও ৭৩ রান যোগ করেন ব্রুক। ইনিংসে দুটি জীবন পাওয়া ব্রুক ১১২ বলে ৯৯ রান করে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন, প্রসিদ্ধের বলেই থামেন তিনি।
স্মিথ (৪০) ও শেষদিকে ওকস (৩৮) কিছুটা প্রতিরোধ গড়লেও, বুমরাহর গতির সামনে হার মানে ইংল্যান্ড। শেষ তিন উইকেটের দুটি তুলে নিয়ে ১২বারের মতো পাঁচ উইকেটের স্বাদ পান বুমরাহ, যা দেশের বাইরে কপিল দেবের সঙ্গে যৌথভাবে ভারতের শীর্ষ রেকর্ড। সিরাজ দুটি এবং প্রসিদ্ধ পান তিনটি উইকেট। শেষপর্যন্ত ৪৬৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
সে দিন ৪ মিনিট আগে খবর পেয়েছিলেন পাইক্রফট, এরপর দুবাইয়ে যা ঘটেছিল
ম্যাচটা ছিল ভারত–পাকিস্তানের, যেখানে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। কিন্তু ম্যাচের পর আলোচিত চরিত্র হয়ে গেলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। পাকিস্তানের অভিযোগ—ভারতীয়দের হাত না মেলানোর সেই ঘটনায় নিয়ম ভেঙেছেন পাইক্রফট। তাঁকে সরানোর দাবিও তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
যা একপর্যায়ে পাকিস্তানের এশিয়া কাপ বর্জনের হুমকিতেও গড়ায়, শেষ পর্যন্ত তা না হলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের পরের ম্যাচটা শুরু হয়েছে এক ঘণ্টার দেরিতে। পরে পিসিবি দাবি করেছে, হাত না মেলানোর ঘটনায় পাকিস্তানের অধিনায়ক ও টিম ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন পাইক্রফট।
কিন্তু ঘটনার শুরু যেখান থেকে, সেখানে আসলে কী ঘটেছিল? পাইক্রফটই কি দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানোর মূল অনুঘটক?
এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে ভারত-পাকিস্তান ম্যাচটা ছিল ১৪ সেপ্টেম্বর, দুবাইয়ে। এই ম্যাচের উত্তেজনাই ১৭ সেপ্টেম্বরের পাকিস্তান-আরব আমিরাত ম্যাচ পর্যন্ত গড়িয়েছে। দুই ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি পাইক্রফট।
টানা কয়েক দিনের নাটকীয়তার পর ভারত-পাকিস্তান ম্যাচের সেই বহুল আলোচিত ঘটনার বিস্তারিত তথ্য সামনে আসছে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি তুলে ধরেছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, টসের ‘চার মিনিট আগে’ বিতর্কের শুরু। টসের সময় দুই অধিনায়কের সঙ্গে ম্যাচ রেফারিও উপস্থিত থাকেন। পাইক্রফট মাঠে প্রবেশের সময় এসিসির ভেন্যু ম্যানেজার তাঁকে জানান, ভারত সরকারের অনুমোদন নিয়ে বিসিসিআই জানিয়েছে, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সালমান আগা হাত মেলাবেন না।
১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচের টস। দুই অধিনায়কের ডানে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট