ইসরায়েল তেহরানের কুখ্যাত এভিন কারাগারে হামলা চালিয়েছে এবং কারাগারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে অনেক রাজনৈতিক বন্দি রয়েছেন বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ।

বিচার বিভাগের সংবাদ সংস্থা ‘মিজান’ জানিয়েছে, হামলার পর পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে। তারা বলেছে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। রাষ্ট্রীয় টিভির ফুটেজে দেখা গেছে উদ্ধারকর্মীরা একজন আহত ব্যক্তিকে স্ট্রেচারে বহন করছেন এবং ভাঙা ভবনের নিচে বেঁচে যাওয়া ব্যক্তিদের খুঁজছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তারা তেহরানের বিভিন্ন স্থানে ‘শাসনব্যবস্থার লক্ষ্যস্থল এবং সরকারিভাবে দমনকারী সংস্থাগুলোকে’ আঘাত করেছে, যার মধ্যে এভিন কারাগারও রয়েছে।

আরো পড়ুন:

কাতারের রাজধানীতে বিকট বিস্ফোরণ, আকাশে জলন্ত কুণ্ডলী

এত বেশি ক্ষয়ক্ষতি আগে কখনো দেখেনি: ইসরায়েলের কর-পরিচালক

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, কারাগারে হামলা ‘অগ্রহণযোগ্য’। কারণ সেখানে আটক থাকা তাদের দুই নাগরিকের জীবন বিপন্ন হয়েছে।

সোমবার (২৩ জুন) কয়েক দফায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল, যার মধ্যে রয়েছে ফোরদো পারমাণবিক স্থাপনার প্রবেশপথ। এ ছাড়া তেহরানের কয়েকটি স্থানেও তারা হামলা করেছে। 

ঢাকা/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল

এছাড়াও পড়ুন:

নড়াইল-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হান্নান সরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য এবং নড়াইল জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হান্নান সরদারের নাম ঘোষণা করেছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকালে খুলনা মহানগরীর একটি হোটেলে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির আয়োজিত মতবিনিময় সভা শেষে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন নড়াইল-২ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হান্নান সরদারের নাম ঘোষনা করেন।

জানা গেছে, খেলাফত মজলিসের কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ড থেকে সারাদেশের সকল সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বোর্ডের সদস্যদের মতামতের পাশাপাশি স্থানীয়ভাবে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নড়াইল-২ আসনে আগামী সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থী মাওলানা হান্নান সরদারের নাম ঘোষণা করা হলো।

মাওলানা হান্নান সরদার বলেন, “নড়াইল-লোহাগড়ার জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে তাহলে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বোচ্চ ভূমিকা পালন করব এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।”

ঢাকা/শরিফুল/এস

সম্পর্কিত নিবন্ধ