ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৬ জুলাই খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী ও পুলিশ বাহিনীর মাধ্যমে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন)  ভিকটিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বাদী হয়ে অভিযোগ দাখিল করেন।

অভিযোগে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক সংসদ সদস্য, সাবেক পুলিশ কমিশনারসহ ২৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো.

মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

খুমেক হাসপাতালে কিট সংকটে বন্ধ করোনা পরীক্ষা 

খুলনায় আরো এক নারীর করোনা শনাক্ত

আসামিরা হলেন, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শেখ জুয়েল, এস এম কামাল হোসেন, বেগম মুন্নুজান সুফিয়ান, সালাম মুর্শিদী, শেখ হেলাল, যুবলীগ নেতা ও শেখ হাসিনার চাচাত ভাই শেখ সোহেল, সাবেক সংসদ সদস্য  শেখ হেলাল, নারায়ণচন্দ্র চন্দ, আক্তারুজ্জামান বাবু, রাশীদুজ্জামান মোড়ল,  খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলাম, খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল সুজন, কেএমপি কমিশনার মোজাম্মেল হক, আরসি ফুডের ইকবাল বাহার চৌধুরী, উপপুলিশ কমিশনার সোনালী সেন, এডিসি গোপীনাথ কানজিলাল, ডিবির নুরুজ্জামান, লবণচরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির, এসআই হাসান, এসআই সুমন মন্ডল, সোনাডাঙ্গা থানার সাবেক ওসি মমতাজ, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সাইফ, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের এডিডি ( সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর সাবেক পিএস ) জহিরুল ইসলাম জাহাঙ্গীর ও মুজগুন্নী আবাসিক এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে জগলুল কাদের।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই মাসের শুরু থেকে কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা ঘোষণা করে খুলনায় আন্দোলন সংগঠিত করেন মামলার বাদী সাজিদুল ইসলাম বাপ্পি। আন্দোলন সংগঠিত করার জন্য ৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক হিসেবে তাকে দায়িত্ব দেয়া হয়। তিনি ওইদিন সহযোদ্ধা মেসবাহ উদ্দিনকে সঙ্গে নিয়ে আন্দোলনে অংশ নিতে রওনা হন। খুলনার সোনাডাঙ্গা থানা এলাকা থেকে পূর্বঘোষিত সড়ক ও রেল অবরোধ কর্মসূচিতে অংশ নিতে নতুন রাস্তার মোড়ের উদ্দেশে ইজিবাইকে করে যাত্রা করলে সোনাডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে পৌঁছামাত্রই অজ্ঞাত মুখোশধারী আওয়ামী লীগ নেতা ও পুলিশবাহিনীর সমন্বয়ে ১০-২৫ জন তাদের ইজিবাইকের গতিরোধ করে। টেনে হেচড়ে তাকে ইজিবাইক থেকে নামিয়ে নেয়। তার সঙ্গে থাকা মেসবাহ উদ্দিন ও ইজিবাইক চালক ইদ্রিসসহ কয়েকজন  সহযোগিতা করতে এগিয়ে আসলে আসামিরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে কয়েক সেকেন্ডের মধ্যে তার হাত-পা, চোখ, মুখ বেঁধে ফেলে। তিনি  চিৎকার করলে মুখের মধ্যে কাপড় দিয়ে রাখে। দীর্ঘ ১২ ঘণ্টার বেশি সময় ধরে তার চোখ ও হাত বেঁধে রাখা হয়। তাকে প্রাইভেটকারে উঠিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে অন্ধকার ঘরে আটকে রাখে। আন্দোলন বন্ধ করতে চাপ দেয় কিন্তু তিনি রাজি না হলে নির্যাতন করে। হাত-পা বাধা অবস্থায় পানি থেকে চাইলে গালাগালি করে। পরে তাকে আবার গাড়িতে করে আড়ংঘাটা বাইপাস মোড়ের সামনে বাগানের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় রেখে যায়। সেখান থেকে এলাকাবাসী তাকে উদ্ধার করে।

অভিযোগকারী সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘‘শেখ হাসিনার শাসনামলে জুলাই অভ্যুত্থান দমনের জন্য যারা আমাকে তুলে নিয়ে নির্যাতন করেছে তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে৷ ভবিষ্যতে ন্যায্য দাবিতে রাজপথে নামলে আর কাউকে যেন আমার মতো গুম হতে না হয়, আমি এর নিশ্চয়তা চাই।’’  জড়িতদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম

এছাড়াও পড়ুন:

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বিতর্ক ও নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে মাসব্যাপী নানা সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল ৪টায় আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা ও সরাসরি নাটক প্রদর্শনী প্রতিযোগিতা।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ সরকার, আহবায়ক, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, নারায়ণগঞ্জ জেলা শাখা, নিগার সুলতানা পলি, শিক্ষক ও সহসভাপতি, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, নারায়ণগঞ্জ, ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিমা সরদার। প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, যারা উৎসাহ ও মনোনিবেশের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন। বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থান ছিল ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের এক গৌরবময় অধ্যায়।

সেই অভ্যুত্থান সামরিক-ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এক সাহসী ঘোষণা। তারা বলেন, শিক্ষা ও সমাজ ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনাই আজকের দিনের প্রধান চ্যালেঞ্জ।
এই কর্মসূচির মধ্য দিয়ে নতুন প্রজন্মকে সমাজ সচেতন, মানবিক ও বিজ্ঞানভিত্তিক চিন্তার ধারক হিসেবে গড়ে তুলতে একটি সৃজনশীল পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

সমাপনী অনুষ্ঠান: মাসব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটবে ৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার, বিকাল ৪:০০টা: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, সন্ধ্যা ৬:০০টা: সাংস্কৃতিক পরিবেশনা বিভিন্ন শ্রেণি ভিত্তিক চিত্রাঙ্কন, আবৃত্তি, কুইজ, রচনা, গ্রাফিক্স প্রদর্শনীসহ নানা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সকলকে আগামীকালের সমাপনী অনুষ্ঠান ও বিজয়ী সংবর্ধনায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দলও কি স্বৈরাচারী হয়ে উঠতে পারে
  • গবির বাস মেরামতে দুর্নীতির অভিযোগ তদন্তে গড়িমসি
  • মারুফ সাত্তার আলী প্রভাতী ইনস্যুরেন্সের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত
  • ২৬ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রাফিয়ার ক্লাস করা হলো না
  • চার মাস পর মূল্যস্ফীতি আবার বাড়ল, জুলাইয়ে মূল্যস্ফীতি ৮.৫৫%
  • ট্রাম্প শুল্ক: বাংলাদেশ জিতল না হারল
  • ফারইস্ট লাইফের ৫৫ হাজার কর্মীর তথ্য পাচার, এই অভিযোগে আইডিআরএর সদস্যসহ তিনজনের বিরুদ্ধে মামলা
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বিতর্ক ও নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • হাসিনার পতনের এক বছর: ‘বিপ্লব বিক্রি হচ্ছে’ নাকি আশার আলো আছে
  • ফনিক্স ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন