বিশ্ব যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও চা যে কারণে উদ্বেগ থেকেই যাচ্ছে
Published: 24th, June 2025 GMT
ইসরায়েল ও ইরানের মধ্যে সম্মত হওয়া যুদ্ধবিরতিকে বিশ্ব স্বাগত জানালেও আঞ্চলিক এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সম্ভাব্য শান্তি কতটা স্থায়ী হবে, তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর মঙ্গলবার (২৪ জুলাই) ভোরে ইসরায়েল ও ইরান ধাপে ধাপে বাস্তবায়িত একটি যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হয়। তবে উভয় পক্ষই হুঁশিয়ারি দিয়েছে যে, যদি অন্য পক্ষ চুক্তি ভঙ্গ করে, তাহলে দ্রুত প্রতিশোধ নেওয়া হবে। ফলে উত্তেজনা এখনো তুঙ্গে।
ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দেন, তিনি তেহরানকে লক্ষ্য করে হামলার নির্দেশ দিয়েছেন। তার দাবি, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
আরো পড়ুন:
আলজাজিরার বিশ্লেষণ
২২ বছর আগের শোনা কথার প্রতিধ্বনি হচ্ছে ২০২৫ সালে ইরানেও
প্রতিশোধ: ইসরায়েলে নতুন করে জোরদার হামলা শুরু করেছে ইরান
এরপর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলকে উদ্দেশ করে বলেন, “সেই বোমাগুলো ফেলো না!”
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্রুত ট্রাম্পের অনুরোধ মেনে নেন।
এই ঘটনাগুলো যুদ্ধবিরতির জটিল সময়সূচি ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি আরো বাড়িয়ে দিয়েছে।
এদিকে, ইরান ইতোমধ্যে জানিয়েছে যে, তারা দ্রুত তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করবে।
ইসরায়েল জানিয়েছে, ১৩ জুন তারা ইরানে প্রথম হামলা চালায় কারণ তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। যুক্তরাষ্ট্রও একই যুক্তিতে শনিবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়।
তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা এর আগে কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে।
এই অনিশ্চয়তার মধ্যেও বিশ্ব সম্প্রদায় যুদ্ধবিরতিকে আশার আলো হিসেবে দেখলেও সতর্ক রয়েছে; কারণ এই যুদ্ধবিরতি যে নাজুক, তা স্পষ্ট। একইসঙ্গে গাজা যুদ্ধের অবসানের জন্য নতুন করে যুদ্ধবিরতির আহ্বানও জোরালোভাবে ওঠছে।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য
এছাড়াও পড়ুন:
ইনিংস ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ
তাইজুল ইসলামের বলটা ব্যারি ম্যাকার্থির ব্যাট ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। আউট নিয়ে ছিলেন বেশ আত্মবিশ্বাসী লিটন। স্লিপে দাঁড়ানো বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন রিভিউ নেন সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে। ক্রিকেটারদের জটলার চোখটাও সঙ্গে সঙ্গে চলে যায় স্টেডিয়ামের বড় স্ক্রিনে। সেখানে লাল রঙে লেখা ওঠে, ‘আউট’!
সিলেট টেস্টে আজ চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডকে ২৫৪ রানে অলআউট করে বাংলাদেশ জিতেছে ইনিংস ও ৪৭ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৮৭ রান করে ৩০১ রানের লিড নেওয়ার পরই জয় নিয়ে সংশয়টা প্রায় দূর হয়ে গিয়েছিল।
তৃতীয় দিন শেষ বিকেলে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ফেলার পর কাজটা হয়ে গিয়েছিল আরও সহজ। আজ কতক্ষণ লাগবে জিততে? এই প্রশ্নের উত্তর মেলাতে শেষ পর্যন্ত প্রায় দেড় সেশন লেগে গেছে বাংলাদেশের।
আজ দিনের তৃতীয় বলেই তাইজুল ইসলামের বলে আঙুল তোলেন আম্পায়ার। কিন্তু রিভিউয়ে সিদ্ধান্ত বদলে যায়। মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে দাঁড়িয়ে ক্যাচ ছেড়ে আঘাত পান বাংলাদেশের অধিনায়ক নাজমুলও। তাতে জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হয় বাংলাদেশের।
কয়েকবার রিভিউ নিয়ে বেঁচেছেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা