সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক ছাত্রদল নেতা ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

গত বৃহস্পতিবার ভোলার চরফ্যাশনে এসে গতকাল শুক্রবার ও আজ শনিবার উপজেলার বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লিফলেট বিতরণ করেন।

মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, তিনি গতকাল ও আজ সকাল থেকে চরফ্যাশন উপজেলার কচ্ছপিয়া বাজার, রুহুল আমিন চেয়ারম্যান বাজার, আট কপাট বাজার, অলি ব্যাপারীর দোকান, খেজুরগাছিয়া বাজার, চেয়ারম্যান বাজারসহ বিভিন্ন বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। এ ছাড়া ছাত্র–জনতার আন্দোলনে নিহত শহীদ ওমর ফারুকের কবর জিয়ারত করেছেন।

কচ্ছপিয়া জামে মসজিদে নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত লোকজনের উদ্দেশে ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা দিয়েছেন, তা বাস্তবায়ন হলে তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রয়োজনীয় সংস্কার হবে। ৩১ দফায় সবকিছু বলা হয়েছে। আগামী সময়ে স্বচ্ছ, গ্রহণযোগ্য ভোট হবে। আর সে ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা বিএনপি জয়যুক্ত হয়ে আবার বাংলাদেশের ক্ষমতায় বসবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ দ দ ক উল ল হ ম য় ত র ক রহম ন

এছাড়াও পড়ুন:

উইন্ডোজ হালনাগাদ করে বিপাকে ব্যবহারকারীরা, সমস্যা সমাধানে যা করণীয়

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ নামানোর পর কম্পিউটার বা ল্যাপটপের লকস্ক্রিনে পাসওয়ার্ড লগইন আইকন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। নতুন হালনাগাদে ত্রুটি থাকার বিষয়টি স্বীকার করে মাইক্রোসফট জানিয়েছে, পিন, আঙুলের ছাপ বা অন্যান্য লগইন পদ্ধতি সক্রিয় থাকা সত্ত্বেও অনেক যন্ত্রে পাসওয়ার্ডের বাটন দেখা যাচ্ছে না।

ব্যবহারকারীদের অভিযোগ, গত আগস্টে প্রকাশিত কেবি ৫০৬৪০৮১ নন–সিকিউরিটি প্রিভিউয়ের হালনাগাদ ইনস্টল করার পর থেকে এ সমস্যা হচ্ছে। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ২৪এইচ২ ও ২৫এইচ২ সংস্করণ ব্যবহারকারীরা এ সমস্যার মুখোমুখি হচ্ছেন বেশি।

মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ নামানোর পর আইকন দেখা না গেলেও পাসওয়ার্ড লগইন ফিচার কার্যকর রয়েছে। লকস্ক্রিনে যেখানে বাটন থাকার কথা, সেখানে কারসর রাখলে লুকানো অপশনটি দেখা যাবে এবং সেখানে ক্লিক করে স্বাভাবিক নিয়মেই পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে। সমস্যা সমাধানের কাজ চলছে।

উইন্ডোজের সাম্প্রতিক হালনাগাদ ঘিরে অভিযোগ নতুন নয়। গত সেপ্টেম্বরে কেবি ৫০৬৪০৮১–এর কারণে ডিআরএম সুরক্ষিত ভিডিও ব্লুরে, ডিভিডি এবং ডিজিটাল টিভি অ্যাপে চালাতে গিয়ে স্ক্রিন কালো হয়ে যাওয়া, ভিডিও থেমে যাওয়া বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে মাইক্রোসফট ত্রুটিটির সমাধান করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ