সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক ছাত্রদল নেতা ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

গত বৃহস্পতিবার ভোলার চরফ্যাশনে এসে গতকাল শুক্রবার ও আজ শনিবার উপজেলার বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লিফলেট বিতরণ করেন।

মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, তিনি গতকাল ও আজ সকাল থেকে চরফ্যাশন উপজেলার কচ্ছপিয়া বাজার, রুহুল আমিন চেয়ারম্যান বাজার, আট কপাট বাজার, অলি ব্যাপারীর দোকান, খেজুরগাছিয়া বাজার, চেয়ারম্যান বাজারসহ বিভিন্ন বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। এ ছাড়া ছাত্র–জনতার আন্দোলনে নিহত শহীদ ওমর ফারুকের কবর জিয়ারত করেছেন।

কচ্ছপিয়া জামে মসজিদে নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত লোকজনের উদ্দেশে ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা দিয়েছেন, তা বাস্তবায়ন হলে তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রয়োজনীয় সংস্কার হবে। ৩১ দফায় সবকিছু বলা হয়েছে। আগামী সময়ে স্বচ্ছ, গ্রহণযোগ্য ভোট হবে। আর সে ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা বিএনপি জয়যুক্ত হয়ে আবার বাংলাদেশের ক্ষমতায় বসবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ দ দ ক উল ল হ ম য় ত র ক রহম ন

এছাড়াও পড়ুন:

 স্বৈরাচারী কায়দায় ভোট কেন্দ্র দখল করতে দেয়া হবে না : ডক্টর ইকবাল

এবার স্বৈরাচারী কায়দায় ভোট কেন্দ্র দখল করার কোন সুযোগ দেয়া হবে না। বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনের এমপি প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমার মতো অনেক ইকবালই ভোট চাইতে আসবে।

কিন্তু ভোট দেয়ার আগে একবার বিবেক দিয়ে ভাবুন কাকে ভোট দিলে আমার আল্লাহ খুশি হবেন। কোন মার্কায় ভোট দিলে দূর্নীতি বন্ধ হবে, কোন দলকে ভোট দিলে চাঁদাবাজি বন্ধ হবে, কোন নেতাকে ভোট দিলে দখলবাজি বন্ধ হবে। সাধারণ মানুষের উপর জুলুম ও অত্যাচার বন্ধ হবে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সোনারগাঁয়ের শম্বপুরা ইউনিয়ন ও পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও, দূর্গাপ্রসাদ, কাজীর গাঁও, চৌধুরীগাঁও, তাতুয়াকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে কালে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, আমাদের কোন আর্জি পেশ করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান করে বানিয়েছেন তাই অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের লক্ষ্য করে বলছেন, হে ইমানদারগণ আল্লাহ ভয় করার মত ভয় করো আর মুসলমান হওয়া ছাড়া মৃত্যু বরণ করো না।

যে ব্যক্তি জীবনে জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ও আন্তর্জাতিক জীবনে ও ইসলাম অনুসরণ করে তারাই প্রকৃত মুসলমান।

সুতরাং আমরা যারা নিজেদের মুসলমান বলে দাবি করি জীবনের প্রতিটি সিদ্ধান্ত কুরআন ও হাদিসের আলোকে নেয়া ছাড়া মুসলমান হওয়া সম্ভব না। এবারের সংসদ নির্বাচন  ঈমান ও ইসলামের সাথে জড়িত। 

তাই ভোট দেয়ার আগে একবার বিবেক দিয়ে ভাবুন কাকে ভোট দিলে আমার আল্লাহ খুশি হবেন। এবার কেউ যদি দশজনের ভোট একজনে দেয়ার স্বপ্ন দেখে, তাদের সেই স্বপ্ন কে দুঃস্বপ্নে পরিণত করা হবে। আপনাদের ভোটে এবারের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন শম্বপুরা ইউনিয়ন ও পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও, দূর্গাপ্রসাদ, কাজীর গাঁও, চৌধুরীগাঁও, তাতুয়াকান্দি এলাকার জামায়াতের কর্মী ও সমর্থকরা।

সম্পর্কিত নিবন্ধ