রাজধানীতে তিন সমাবেশ, ১৪ হাজার পুলিশ মোতায়েন
Published: 3rd, August 2025 GMT
রাজধানীর পৃথক স্থানে রবিবার (৩ আগস্ট) তিনটি সংগঠনের সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো.
তিনি বলেছেন, “নিরাপত্তা রক্ষায় ১৪ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এর বাইরেও সাদা পোশাকে অনেক পুলিশ সদস্য কাজ করছেন। আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না।”
রবিবার ঢাকার জাতীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) এবং সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠী সমাবেশের আয়োজন করেছে।
‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছাত্র সমাবেশ করা হচ্ছে।
জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমাবেশ হবে।
অন্যদিকে, সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে ‘৩৬ জুলাই কালচারাল ফেস্ট: জুলাই জাগরণ’ শীর্ষক আয়োজন চলছে।
এ তিনটি আয়োজনে বিপুল সংখ্যক মানুষের সমাগম হতে পারে। তাই, পুলিশ প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে।
ঢাকা/এমআর/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন