উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নদীপাড়ের মানুষদের মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।

রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, রবিবার সকাল ৬টায় তিস্তার পানি ছিল বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচে। সকাল ৯টার দিকে তা বিপৎসীমায় পৌঁছে যায় এবং দুপুর নাগাদ ৫ সেন্টিমিটার ওপরে উঠে যায়।

এর আগে ২৯ জুলাই একই মাত্রায় পানি বৃদ্ধি পাওয়ায় ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছিল।

নদীর তীরবর্তী নিচু এলাকার ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। অনেকের বাড়ির উঠোনেও পানি উঠেছে।

স্থানীয় কৃষক আব্দুল খালেক বলেছেন, “আমাদের সব আমনের চারা ডুবে গেছে। এখন আবার পানি বাড়ছে। প্রতিদিন পানি দেখে ঘুমাতে পারছি না।”

বাইশপুকুর চরের মর্জিনা বেগম বলেছেন, “প্রতি বছরই বন্যায় ক্ষতি হয়। এবারও সেই আশঙ্কা করছি। আমরা সাহায্য চাই না, চাই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন।”

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেছেন, “তিস্তা নদীতে পানি কিছুটা বেড়েছে। তবে, এখনো বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

ঢাকা/সিথুন/রফিক 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব পৎস ম

এছাড়াও পড়ুন:

জামালপুরে চোর সন্দেহে পিটুনিতে ১ ব্যক্তি নিহত

জামালপুর সদর উপজেলায় চোর সন্দেহে পিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে লক্ষীরচর ইউনিয়নের যথার্থপুর উজানপাড়া গ্রামে খোরশেদের বাড়িতে তাকে পিটুনি দেয়া হয়। 

স্থানীয়রা জানায়, ওই রাতে তিনজন চোর ওই এলাকার রফিকুল ইসলামের বাড়িতে মোবাইল চুরির চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে স্থানীয়রা। একপর্যায়ে একজনকে ধরে দড়ি দিয়ে বেঁধে রাখার পর পিটুনি দেয়া হয়। এতে আহত হয়ে সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। 

বারুয়ামারি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহজাদা মো. আব্দুল আল মামুন জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

আরো পড়ুন:

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ বাবা-মা

পদ্মা সেতুর ঢালে বাসের ধাক্কায় দুজন নিহত

ঢাকা/শোভন/বকুল 

সম্পর্কিত নিবন্ধ