রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন। লাল চাঁদ হত্যাসহ সারা দেশে বিএনপি নেতা–কর্মীদের একের পর এক অপরাধে যুক্ত হওয়ার সমালোচনা করেন বিক্ষোভকারীরা। তাঁরা চাঁদাবাজি, খুন–সন্ত্রাস বন্ধের দাবি জানান।

লাল চাঁদ হত্যার ঘটনায় দিশাহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। দুই সন্তানের ভবিষ্যৎ ও পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথাও জানিয়েছেন স্বজনেরা। তাঁরা বলেছেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় লাল চাঁদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। দুজন রিমান্ডে আছেন। গতকাল শনিবার পুলিশের পক্ষ থেকে বলা হয়, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে শুক্রবার র‌্যাবের পক্ষ থেকে এক বার্তায় ‘চাঁদা না দেওয়াকে’ এ হত্যাকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে ব্যবসায়ী লাল চাঁদকে হত্যার ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীদের নাম আসে।

নৃশংসভাবে হত্যার সময় বিবস্ত্র করা ও শরীরের ওপর উঠে লাফানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিএনপি। এমন পরিস্থিতিতে পাঁচজনকে বহিষ্কার করে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

এ অবস্থার মধ্যে গতকাল আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুক পোস্টে জানিয়েছেন, নৃশংস এই হত্যার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। তিনি বলেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০-এর অধীন দ্রুততম সময়ের মধ্যে আসামিদের বিচারের ব্যবস্থা করা হবে।

লাল চাঁদ হত্যা মামলায় ১৯ আসামির নাম উল্লেখ রয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে। এখন পর্যন্ত গ্রেপ্তার পাঁচ আসামির মধ্যে শুক্রবার পর্যন্ত দুজনের নাম জানায় পুলিশ। তাঁরা হলেন মাহমুদুল হাসান ওরফে মহিন ও তারেক রহমান ওরফে রবিন। মাহমুদুল এলাকায় যুবদল নেতা হিসেবে পরিচিত। গত বৃহস্পতিবার মাহমুদুলকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। তিনি এখন কোতোয়ালি থানা হেফাজতে রয়েছেন। আর অস্ত্র মামলায় গ্রেপ্তার তারেককে দুদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তবে গতকাল তাঁকে লাল চাঁদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সারা দেশে চাঁদাবাজি, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতিবাদী বিক্ষোভ। গতকাল বেলা একটায় রাজধানীর বাড্ডা ক্যাম্পাসের গেটে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হত য র দ হত য র ঘটন ঘটন য় গতক ল ব যবস

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ