কুয়েতে বাংলাদেশ দূতাবাসে মঙ্গলবার (৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাসে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। 

কাউন্সেলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

পরে, রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন মিনিস্টার (শ্রম) আবুল হোসেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, এর গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন তার বক্তব্যে গণঅভ্যুত্থানের পটভূমি, এর প্রভাব, বর্তমান প্রাসঙ্গিকতা এবং এই আন্দোলনে প্রবাসীদের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠান শেষে, জুলাই-আগস্ট মাসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের সার্বিক উন্নয়ন কামনা করা হয়। দূতাবাস কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, প্রকৌশলী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার প্রবাসীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণঅভ য ত থ ন অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

অন্তত পাঁচ বছরের জন্য জাতীয় ঐক্য দরকর: নুর

‘‘আগামীতে গণঅভ্যুত্থানের অংশীজন; বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন সবাই মিলে অন্তত ৫ বছরের জন্য একটি জাতীয় ঐক্য দরকর।’’ এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (৮ নভেম্বর) বিকালে দিনাজপুরে যাওয়ার পথে ফুলবাড়ী শহরের যমুনা ব্রিজ মোড়ে গণঅধিকার পরিষদের সংসদ সদস্যপ্রার্থী মো. শাহাজান চৌধুরীর আমন্ত্রণে পথসভায় এ কথা বলেন তিনি।

নুর বলেন, ‘‘আগামীতে গণঅভ্যুত্থানের অংশীজন, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন সবাই মিলে অন্তত ৫ বছরের জন্য একটি জাতীয় ঐক্য দরকর। সবাই মিলে যদি আমরা একটা সরকার গঠন করতে পারি রাজপথে কোন আন্দোলন সংগ্রাম থাকবে না। সবার লক্ষ্য উদ্দেশ্য থাকবে দেশের কল্যাণ, মানুষের কল্যাণ।’’    

‘‘আমাদের প্রশাসন যেন রাজনৈতিক দলের কাছে নতি স্বীকার না করে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিবেশী দেশ থেকে শুরু করে বিভিন্ন বিদেশী অপশক্তির সাথে অনেক সময় হাত মিলিয়ে দেশের ক্ষতি করে,’’ বলেন তিনি। 
এ সময় উপজেলা গণঅধিকার পরিষদের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  ঢাকা/মোসলেম//

সম্পর্কিত নিবন্ধ

  • আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক : হাসনাত আব্দুল্লাহ
  • রাজনীতিতে নতুনভাবে জবরদস্তির প্রবণতা দেখা যাচ্ছে: সাইফুল
  • তফসিলের আগে গণভোট করার কোন বাস্তবতা নাই: নুর
  • অন্তত পাঁচ বছরের জন্য জাতীয় ঐক্য দরকর: নুর