ভারতের হিসাবও কি পাল্টে দিতে পারবেন সাইফ
Published: 24th, September 2025 GMT
‘সাইফ যেভাবে ব্যাট করল, আমরা আলোচনা করছিলাম, এশিয়া কাপের চূড়ান্ত রাউন্ডে তার (অতীত) যোগ্যতা কোনোভাবেই টি-টোয়েন্টিতে শীর্ষ সারির ওপেনার হওয়ার মতো না। কিন্তু সে যেভাবে হাজির হলো, মনের মধ্যে কোনো দ্বিধা ছিল না। নিজেকে নিয়ে সন্দেহে ভোগেনি...আমার মনে হয় সে খুব খুব ভালো ছিল। তার পরিসংখ্যান দেখলে মনে হবে মাঝারি মানের কেউ। কিন্তু কেউ যদি এই ব্যাটিংটা দেখে তাকে যাচাই করে বলতেই হবে, সে সিরিয়াস প্রতিভা।’
এশিয়া কাপে গত শনিবার সুপার ফোরে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। সেই ম্যাচের ভিডিও বিশ্লেষণে সাইফকে নিয়ে কথাগুলো বলেন ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তাঁর কথার ভেতরের বার্তাটা কি ধরতে পেরেছেন? সে জন্য ক্রিকেটীয় মস্তিষ্কের কল্পনার আশ্রয় নিতে হবে। কারণ প্রতিপক্ষের ড্রেসিংরুমের খবর জানার সুযোগ নেই।
একটু পেছন ফিরে তাকানো যাক। এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশ দল নিয়ে সুপার ফোরে ওঠা বাকি তিন দলের চিন্তাভাবনা কি ছিল? সেটা জানা না গেলেও দুই-একটি দলের সাবেকেরা কিন্তু ঠিকই বুঝিয়ে দিয়েছিলেন, বাংলাদেশ দল নিয়ে সবার ভাবনাটা কী। ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন যেমন বাংলাদেশ নিয়ে নিজের বিশ্লেষণে বলেছিলেন, ‘ব্যাটিংয়ে লিটন ছাড়া কোনো ক্লাস দেখি না।’ ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলেও প্রায় একই সুরে বলেছিলেন, ‘লিটন রান পেলে বাংলাদেশ কিন্তু অন্য দল।’
দ্রুত রান তোলার ক্ষমতা আছে সাইফের.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
একঝলক (২৪ সেপ্টেম্বর ২০২৫)
ছবি: সাদ্দাম হোসেন