Risingbd:
2025-10-13@01:14:11 GMT

এনটিভির সাংবাদিক মাহবুব আর নেই

Published: 10th, October 2025 GMT

এনটিভির সাংবাদিক মাহবুব আর নেই

এনটিভির গোপালগঞ্জ স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমাত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরো পড়ুন:

জাতীয় প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে স্মৃতিসভা

নতুন টেলিভিশনের অনুমোদন নিয়ে যে হাহাকার, তা ‘পুরাতন বন্দোবস্তের’ হাহাকার 

তিনি মাহবুব হোসেন সারমাত স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে এনটিভি পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

জানা যায়, গত বুধবার (৮ অক্টোবর) তার বুকে একটি সিস্টের অপারেশন হয়েছিল। ওই দিনই তিনি নিজের ফেসবুক ওয়ালে লিখেছিলেন, "বুকের সিস্টের অপারেশন করা হলো। আমার জন্য দোয়া করবেন।’ অস্ত্রোপচারের দুই দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার অকাল মৃত্যুতে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা/বাদল/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রিয়াল নিচ্ছে না, ব্রাজিল ডাকছে না, কী হয়েছে বিস্ময় বালক এনদ্রিকের

আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে রিয়াল মাদ্রিদ লা লিগায় পরের ম্যাচটা খেলবে ১৯ অক্টোবর, হেতাফের বিপক্ষে। ওই ম্যাচেও যদি দলে সুযোগ না পান এনদ্রিকে, তাহলে তাঁর বেকারত্বের সময়কাল বেড়ে দাঁড়াবে ১৫৪ দিনে। মানে প্রায় পাঁচ মাস!

১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সর্বশেষ খেলেছিলেন এই বছর ১৮ মে, সেভিয়ার বিপক্ষে, আগের মৌসুমের শেষ দিকের এক ম্যাচে। তারপর অনেক কিছু বদলে গেছে—রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো, এনদ্রিক পেয়েছেন ক্লাবের ৯ নম্বর জার্সি, তারপর দুবার চোটে পড়েছেন, আবার গ্রীষ্মের দলবদলে তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জনও ছড়িয়েছে, কিন্তু তিনি কোথাও যাননি।

ওদিকে এ নিয়ে টানা তৃতীয় আন্তর্জাতিক বিরতি যাচ্ছে, যেখানে এনদ্রিক ব্রাজিল দলে নেই। মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচেই সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন এই ফরোয়ার্ড। সেই হারের পরই বরখাস্ত হন কোচ দরিভাল জুনিয়র, তাঁর জায়গায় বসানো হয় কার্লো আনচেলত্তিকে। কিন্তু এনদ্রিকের আর ব্রাজিলের হয়ে খেলা হয়নি।

ব্রাজিলের অনুশীলনে এনদ্রিক

সম্পর্কিত নিবন্ধ