বন্দরের সমাজ সেবক মোঃ আব্দুল হালিম মিয়া (৮৩) আর নেই। ইন্না লিল্লাহি....... রাজিউন। গত শুক্রবার (১০ অক্টোবর)  রাত সোয়া  ১১ টায় পুরান বন্দর গনপাড়াস্থ তার নিজ বাস ভবনে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে  নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাযা শনিবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় বন্দর কেন্দ্রীয় কবরস্থানে জানাযা শেষে উল্লেখিত কবরস্থানে দাফন সম্পর্ন হয়।

উল্লেখ্য, বন্দর গনপাড়া এলাকার সমাজ সেবক মরহুম আব্দুল হালিম মিয়া বন্দরে প্রবীণ সাংবাদিক এস, এম আব্দুল্লাহ বেয়াই ও বন্দর রাজবাড়ী এলাকার  বিএনপি নেতা মরহুম  রতন মিয়ার পিতা। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

পুলিশের উপর হামলা চালিয়ে সন্ত্রাসী ছিনতাই, ব্লেড জনী গ্রেপ্তার : হ্যান্ডকাপ উদ্ধার 

বন্দরে পুলিশের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ আসামী পলায়নের ঘটনায় ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাপটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তানভির হাসান জনী ওরফে ব্লেড জনী (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত সন্ত্রাসী তানভির হাসান জনী ওরফে ব্লেড জনী বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা কবরস্থান রোড এলাকার মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে।

ধৃতকে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে বন্দর থানার রুজুকৃত ১০(১০)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এ গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে বন্দর থানার ফরাজিকান্দা কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাপটি উদ্ধারসহ ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এর আগে  গত সোমবার (৬ অক্টোবর) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে,  গত সোমবার বিকেলে প্রেমিক যুগল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় ঘুরতে আসে।

ওই সময় বন্দর থানার শাহীমসজিদ এলাকার শেখ শাহীন ওরফে রিং শাহীনের সন্ত্রাসী ছেলে ও একাধিক মামলার পলাতক আসামী থানার তালিকাভূক্ত সন্ত্রাসী কাটা সিফাত ও তার সাঙ্গপাঙ্গরা  উল্লেখিত প্রেমিক যুগলদের আটক করে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়।

এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ড হলে স্থানীয় জনতা সন্ত্রাসী কাটা সিফাতকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পরে খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত  ঘটনাস্থলে এসে আটককৃত সন্ত্রাসীকে পুলিশ হেফাজতে নিয়ে থানার দিকে যাওয়ার পথে উৎপেতে থাকা আটককৃত তালিকাভূক্ত সন্ত্রাসী কাটা সিফাত বাহিনী সদস্যরা পুলিশের গাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে পুলিশের  এসআই জামাল উদ্দিন (৪২) কনস্টেবল মোবারক (৪৮) ও শিহাব (৩৫)কে বেদম ভাবে পিটিয়ে আটককৃত সন্ত্রাসী কাটা সিফাতকে পুলিশের হেফজত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়৷

এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী গণমাধ্যমকে জানান, পুলিশ আক্রান্তের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ব্লেড জনীকে গ্রেপ্তার করা হয়।  সে সাথে ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাপটি উদ্ধার করা হয়। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি  অভিযান অব্যহত রয়েছে।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • কবরের জায়গা নিয়ে বিরোধ, প্রবাসী বাবার ইচ্ছা পূরণ হলো না শিশুর দাফনে
  • ডিনস্টন সিমেট্রির স্মৃতি ও ‘টম্বস ইন টি’ বইয়ের সঙ্গে আমার সংযোগ
  • পুলিশের উপর হামলা চালিয়ে সন্ত্রাসী ছিনতাই, ব্লেড জনী গ্রেপ্তার : হ্যান্ডকাপ উদ্ধার