সমাজে নারীদের করুণ দশার পেছনে দায়ী ‘পুরুষতন্ত্র’
Published: 12th, March 2025 GMT
সমাজে নারীদের করুণ দশার পেছনে দায়ী একটি শব্দের নাম ‘পুরুষতন্ত্র’, যা শুধু পুরুষদের মধ্যেই নয়, সমাজের নারীদের মধ্যেও প্রবল। এ ধরনের সমাজব্যবস্থার সঙ্গে সক্রিয়ভাবে লড়াই করতে হবে। সংখ্যায় বেশি হলেও গুণগত দিক থেকে নারীরা এখনো পিছিয়ে রয়েছেন। বর্তমান নতুন এই সময় ও সুযোগ কাজে লাগিয়ে সব স্তরে নারীদের অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বুধবার সকালে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম (এনজিসিএএফ) আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ সভা হয়।
অনুষ্ঠানে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি অধ্যাপক বদিউল আলম মজুমদার বলেন, দেশ, রাজনীতি, সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবার, প্রতিষ্ঠান থেকে শুরু করে গণপরিবহন এবং সড়কে নারী এবং কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। নারীর অবস্থা ও অবস্থানের উন্নতির ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করে।
অধ্যাপক বদিউল আলম আরও বলেন, এটি অত্যন্ত দুঃখজনক যে জুলাইয়ের আন্দোলনে নারীদের এত গুরুত্বপূর্ণ অংশগ্রহণ এবং অবদানের পর আমরা নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি। তাই দ্রুত নারীদের সঙ্গে হওয়া সব অন্যায়-নিপীড়ন রুখে দিতে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তব্য দিচ্ছেন অধ্যাপক সামিনা লুৎফা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//