বলিউড থেকে হারিয়ে যাওয়ার কথা কখনোই ভাবিনি: মাধুরী
Published: 4th, May 2025 GMT
বলিউডের অন্যতম জনপ্রিয় ও আইকনিক অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিন দশকেরও বেশি সময় ধরে রূপালি পর্দায় রাজত্ব করেছেন। কিন্তু একের পর এক হিট সিনেমার উপহার দেওয়ার পরও হঠাৎ অভিনয় থেকে দূরে চলে যান এই অভিনেত্রী। তার এমন সিদ্ধান্তে অবাক হয়েছিল ভক্তরা। তবে সম্প্রতি ফের ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, সত্যিকারের শিল্পীরা কখনো হারিয়ে যায় না।
ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় কেন অভিনয় জীবন থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন- সম্প্রতি গ্যালাটা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সেই সিদ্ধান্তের কথা জানান মাধুরী।
তিনি বলেন, ‘আমি খুব খুশি ছিলাম, কারণ আমার কাছে গ্ল্যামার বা বাহ্যিক জাঁকজমক খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। আমি আমার কাজকে ভালোবাসি। সঙ্গে অভিনয়, নাচ, সবকিছুই। তার বাইরের যে বিষয়গুলো, যেমন কেউ আমাকে তারকা বলছে-এসবকে আমি বাড়তি পাওয়া বলেই দেখি। আমি কখনো নিজেকে তারকা মনে করিনি।’
ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ বিরতি স্বাভাবিকভাবেই নিয়েছিলেন মাধুরী। কখনো বলিউড থেকে হারিয়ে যাওয়ার ভয় মনে ছিলো বলেও জানান তিনি।
মাধুরীর কথায়, ‘আমার কাছে বিষয়টা কখনো এমন ছিল না যে, আমি ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় প্রকাশ্যে থেকে হারিয়ে যাচ্ছি। আমি কখনো হারিয়ে যাওয়ার কথা ভাবিনি। আমি শুধু ভেবেছিলাম, আমি আমার জীবনের সঠিক মানুষটিকে খুঁজে পেয়েছি। এই মানুষটিকেই আমি বিয়ে করতে চাই। প্রতিটি মানুষই নিজের জন্য একটা স্বপ্ন দেখে—আমার স্বপ্ন ছিল একটা ঘর, একজন স্বামী, একটি পরিবার এবং সন্তান। আমি বাচ্চাদের খুব ভালোবাসি। তাই মা হওয়াটাই ছিল আমার সেই স্বপ্নের বড় অংশ।’
মাধুরীর ভাষ্য, ‘এখন যখন কেউ বলে, “তুমি তো অনেকদিন দূরে ছিলে, মিস করিনি? আমি বলি, ‘না, আমি মিস করিনি, কারণ, আমি তখন আমার স্বপ্নের জীবন কাটাচ্ছিলাম।”
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফটিকছড়িতে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন না দেওয়ায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থকেরা। আজ শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে তাঁরা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। পুলিশের আশ্বাসে রাত আটটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ফটিকছড়ি সদরের বিবিরহাটে এক ঘণ্টা সড়ক অবরোধের পর নাজিরহাট ও হেঁয়াকোতে তিন দফায় বিক্ষোভ করেন কর্মী-সমর্থকেরা। তাঁরা অবিলম্বে সরোয়ার আলমগীরকে প্রত্যাহার ও আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এদিকে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ রাতে প্রথম আলোকে বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ করেন আজিম উল্লাহ বাহারের সমর্থকেরা। সমাবেশ শেষে মনোনয়নবঞ্চিত হওয়ায় তাঁর কর্মীরা সড়ক অবরোধ করেন। তিন শতাধিক কর্মী দুই স্থানে সড়কে বসে ছিলেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে আমরা গিয়ে সবাইকে বোঝালে অবরোধ তুলে নেন।’
উল্লেখ্য, চট্টগ্রামের ফটিকছড়িসহ ১৬ আসনের মধ্যে ১০টিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফটিকছড়ি আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরকে দলের প্রার্থী ঘোষণা করা হয়। এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারসহ পাঁচজন।