রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রীর সন্ধান চেয়ে সহপাঠী ও শিক্ষকদের মানববন্ধন
Published: 5th, May 2025 GMT
রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ১৪ দিন ধরে নিখোঁজ আছেন বলে অভিযোগ করেছেন তাঁর সহপাঠী ও শিক্ষকেরা। তাঁর সন্ধান চেয়ে আজ সোমবার সকালে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন তাঁরা। কর্মসূচিতে ওই ছাত্রীকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
নিখোঁজ ওই ছাত্রী দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও রাজশাহী নগরের রাজপাড়া থানার বাসিন্দা।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, গত ২২ এপ্রিল দুপুরে বাসা থেকে ক্লাসে যাওয়ার কথা বলে বের হন ওই শিক্ষার্থী। এরপর আর বাসায় ফেরেননি। এ ঘটনায় তাঁর বাবা রাজপাড়া থানায় ২৩ এপ্রিল সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এত দিন পেরিয়ে গেলেও তাঁর সন্ধান না পেয়ে তাঁরা হতাশ ও আতঙ্কিত।
নিখোঁজ শিক্ষার্থীর সহপাঠী শারমিন আক্তার বলেন, ‘সহপাঠীকে আমরা ফেরত চাই। ২৪ ঘণ্টার মধ্যে তাঁর সন্ধান চাই। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টান্তমূলক সহযোগিতা আমরা চাচ্ছি।’
পরিবারের বরাত দিয়ে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নিখাত জান্নাত বিনতে জিন্নাহ বলেন, গত ২১ এপ্রিল রাতে ভাইয়ের সঙ্গে ওই ছাত্রীর ঝগড়া হয়েছিল। পরদিন ক্লাসে যাওয়ার কথা বলে তিনি বের হন, কিন্তু আর ক্লাসে ফেরেননি। পরে পরিবার বিষয়টি জানতে পেরে আইনগত ব্যবস্থা নেন। কিন্তু ঘটনার এত দিন পেরিয়ে যাওয়াতে তাঁরা শঙ্কিত।
ঝগড়ার কারণ জানতে চাইলে নিখোঁজ ছাত্রীর বাবা বলেন, ভাই-বোনের মধ্যে যেমনটা হয় আরকি, তেমন গুরুতর ঝগড়া নয়। সম্ভাব্য সব জায়গাতেই তাঁকে খোঁজা হয়েছে।
এ ব্যাপারে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলমকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সহপ ঠ
এছাড়াও পড়ুন:
ধর্ম অবমাননার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
ধর্ম অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। পরে এ বিষয়ে বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘অসম্প্রদায়িক বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এক দুই তিন চার, ধর্ম অবমাননাকারী বহিষ্কার’, ‘আমার পরিচয়, আগে আমি বাংলাদেশি’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
আরো পড়ুন:
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার দ্রুত বিচার দাবিতে জবিতে মানববন্ধন
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: তদন্ত শুরু করেছে সিআইডি
শিক্ষার্থীরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কিছু শিক্ষার্থী অবমাননাকর পোস্ট দিচ্ছে। এসব পোস্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে অ্যাডমিনদের উপস্থিতিতে প্রকাশিত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
আমরা এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে, যিনি ধর্ম অবমাননার কাজ করেছেন, তারও তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি— যেন ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
ঢাকা/তানিম/মেহেদী