৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, তরুণকে ন্যাড়া করে গাছে বেঁধে রাখল গ্রামবাসী
Published: 6th, May 2025 GMT
মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দী (গুচ্ছগ্রাম) এলাকায় মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত তরুণকে আটক করে মাথা ন্যাড়া করে গাছে বেঁধে রাখেন গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় আনে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে অভিযুক্ত নাজমুলকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ভুক্তভোগী শিশু বাড়িতে সোমবার সকাল ১০টার দিকে খেলা করছিল। খেলার একপর্যায়ে সে প্রতিবেশী নাজমুলদের বাড়িতে যায়। তখন নাজমুল শিশুটিকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে ঘরে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। পরের দিন ভুক্তভোগী শিশুটিকে তার মা গোসল করানোর সময় বিষয়টি বুঝতে পেরে মেয়ের কাছে জানতে চান। তখন নাজমুল তাকে ধর্ষণ করেছে বলে সে তার মাকে জানায়। পরে তার মা বিষয়টি স্থানীয়দের জানান। তখন স্থানীয়রা অভিযুক্ত তরুণকে মারধর করে গাছে বেঁধে রাখে ও মাথা ন্যাড়া করে দেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) এম সাইফুল আলম বলেন, ভুক্তভোগী শিশুর মা এ ঘটনায় মামলা দায়ের করেছেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৬ আগস্ট ২০২৫)
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ত্রিদেশীয় যুব ওয়ানডেবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
বেলা ১-১৫ মি., ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট
ম্যানচেস্টার-সাউদার্ন ব্রেভ
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ৫