গরমেও শিশুর ত্বক শুকিয়ে যাচ্ছে? যত্ন নেবেন যেভাবে
Published: 8th, May 2025 GMT
শিশুদের ত্বক খুব কোমল। এ কারণে শুধু শীত নয়, গরমের সময়ও শিশুদের ত্বকের বিশেষ যত্ন নেওয়া দরকার। না হলে ত্বকের অনেক সমস্যা হতে পারে। এই গরমে শিশুর ত্বকের যত্ন নিতে যা করবেন-
হালকা পোশাক পরাবেন
এই গরমে শিশুদের হালকা পোশাক পরাবেন। ঘুরতে গেলে কিংবা বাড়িতে-সব জায়গাতেই তাকে হালকা পোশাক পরাবেন। এসময় অবশ্যই সুতির পোশাক পরাবেন। গরমের দিনে সিন্থেটিক পোশাক পরানো এড়িয়ে চলুন। গরমে মশার উপদ্রব বাড়ে। তাই সম্ভব হলে শিশুকে ফুলহাতা ঢিলেঢালা সুতির পোশাক পরাতে পারেন। এতে মশার কামড় থেকে সে বাঁচবে , বড় রোগের ঝুঁকিও কমবে।
তেল দিয়ে ম্যাসাজ করুন
গরমেও শিশুদের তেল দিয়ে ম্যাসেজ করা হয়। এসময়ে নারকেল তেল দিয়ে শিশুর শরীর ম্যাসেজ করতে পারেন। এটি প্রাকৃতিক গুণে সমৃদ্ধ। নারকেল তেলে থাকা অ্যান্টিব্যাকটেরিয়া ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য শিশুর ত্বক ভালো রাখতে সহায়তা করে। এই তেল ব্যবহারে শিশুর ত্বকে পুষ্টি জোগাবে ও আদ্রতা বজায় থাকবে। শিশু ত্বকে কখনোই চুলকানি কিংবা কোনও সংক্রমণ দেখা দেবে না।
সাবান মাখাবেন
গরমের সময় পারলে প্রতিদিন সাবান মাখিয়ে শিশুর গা, হাত-পা পরিষ্কার রাখবেন। শিশুর ত্বকে রাসায়নিক যুক্ত কোনও সাবান ব্যবহার করাবেন না। এতে ত্বক অনেক সময় রুক্ষ, শুষ্ক হয়ে যায়। আর এসময় শিশুদের ত্বককে হাইড্রেট রাখার জন্য অ্যালোভেরা জেলও মাখাতে পারেন।
সানস্ক্রিন ব্যবহার করাবেন
অনেকেই শিশুকে নিয়ে রোদে বেরোবার সময় সানস্ক্রিন ব্যবহার করেন না। এটা ঠিক নয়। এতে তার ত্বকের অনেক ক্ষতি হয়। তাই শিশুর ত্বক রোগ থেকে বাঁচাতে আপনি তাকে সানস্ক্রিন লাগাতে পারেন। শিশুর জন্য কতটা এসপিএফ যুক্ত সানস্ক্রিম কিনবেন, তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিনুন।
পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন
এ সময়ে শিশুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সাবান, শ্যাম্পু দিয়ে গোসল করাবেন। তাকে ধুলাবালির মতো জায়গায় খেলতে যেতে দেবেন না। তাদের প্রচুর পরিমাণে পানি খাওয়াবেন। সুতির জামা কাপড় পরাবেন। সেই সঙ্গে তাকে ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন। তা না হলে গরমে ঘেমে তার সর্দি-কাশির ঝুঁকি বাড়বে।
উৎস: Samakal
কীওয়ার্ড: প শ ক পর ব ন শ শ র ত বক র ত বক র ব যবহ র
এছাড়াও পড়ুন:
লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে রবিউল ইসলাম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) রাত ৯ টায় নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শিশু রবিউল ইসলাম আন্ধারিয়াগোপ গ্রামের রেজাউল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হুমায়ুন আহমেদ নূর।
শিশুটির স্বজন ও স্থানীয়রা জানান, শিশু রবিউল রাত আনুমানিক আটটার দিকে বাড়িতে লিচু খাচ্ছিল। এসময় হঠাৎ লিচুর একটি বিচি গলায় আটকে যায়। এতে শ্বাসরোধ হয়ে ছটফট শুরু করে রবিউল। এর কিছুক্ষণ পর বিষয়টি টের পায় পরিবারের লোকজন। তারা বিচি বের করে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে ব্যর্থ হয়ে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু রবিউলকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নূর বলেন, হাসপাতালে আনার পর আমরা তাকে জীবিত অবস্থায় পাইনি। পথেই তার মৃত্যু হয়েছে। তার গলা থেকে লিচুর বিচি বের করা হয়েছে।
নালিতাবাড়ী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গলায় বিচি আটকে মৃত্যুর ঘটনা শুনেছি।
ঢাকা/তারিকুল/টিপু