পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের দাবিতে অনশনের দুদিন পর প্রেমিকের সঙ্গে বিয়ে হয়েছে এক সন্তানের জননীর। বুধবার (৭ মে) রাতে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামে তাদের বিয়ে হয়। প্রেমিকের নাম অসিম রায় (২৬)। তিনি ওই গ্রামের অধির রায়ের ছেলে।

ওই নারী বলেন, ‘‘আমার সঙ্গে অসিমের ১২ বছরের প্রেমের সম্পর্ক। নবম শ্রেণিতে পড়ার সময় আমাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। আমার ইচ্ছে না থাকা স্বত্বেও পরিবার প্রথমে একটি ছেলের সঙ্গে আমার বিয়ে দেয়। সেখানে সাত দিন থেকে চলে আসি। পরে আবার জোর করে বিয়ে দেওয়া হয়। সেখানে আমার একটি মেয়ে সন্তানের জন্ম হয়।’’

‘‘অসিম বলায় সে স্বামীকেও ডিভোর্স দিয়ে চলে আসি। এরপর বাবার বাড়িতে প্রায় তিন বছর ছিলাম। অসিম মাঝে মধ্যে এখানে আসা-যাওয়া করত। কিন্তু, তাকে বিয়ের কথা বললেই এড়িয়ে যেত। তিন বছর অপেক্ষার পরে অসিমের বাড়িতে অনশনে বসি। দুদিন অনশন করার পর অসিমের পরিবার বাধ্য হয়ে আমাদের বিয়ে দেয়।’’- যোগ করেন তিনি।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

মারুফ হোসেন বলেন, ‘‘এক সন্তানের জনীন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছিল। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই পরিবারের সম্মতিতে ছেলে ও মেয়ের বিয়ে দিয়েছেন।’’

ঢাকা/তাওহিদুল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইসির সামনে অনশনরত তারেকের পাশে রিজভী

নতুন রাজনৈতিক দল আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান আমরণ অনশন শুরু করেছেন। গত মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে তিনি ইসি ভবনের সামনে এই অনশন চালিয়ে যাচ্ছেন এবং নিবন্ধন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এই অনশন কর্মসূচিতে এবার সংহতি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) আমজনতা দলের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনশনস্থলে উপস্থিত হন।

আরো পড়ুন:

পাশের দেশে পালান ব্যক্তিকে ফেরাতে সুড়ঙ্গ তৈরির চেষ্টা চলছে: রিজভী

আহত বিএনপি নেতা রফিকের শয‌্যাপা‌শে রিজভী

রুহুল কবির রিজভী বলেন, ‘‘তারেকের আমজনতার দল নিবন্ধিত হয়নি। আমি দেখেছি, কিছু গুরুত্বহীন দলও নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকের দলকে নিবন্ধন দেওয়া হলো না কেন আমি বুঝতে পারলাম না। তারেক এই দেশের স্বার্থে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন; দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন।’’ 

রিজভী আরো বলেন, ‘‘তারেক একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেটির নিবন্ধনের জন্য আবেদন করেছেন। তিনি তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চাননি। আইনসম্মতভাবে রাজনীতি করতে চেয়েছেন। তিনি স্বাধীনতার পক্ষে কাজ করেছেন। আজকে তার দলের নিবন্ধন দেবেন না, তাহলে আপনারা কাদের নিবন্ধন দেবেন?’’

তারেকের প্রতি সংহতি জানিয়ে রিজভী বলেন, ‘‘তারেক যে রাজনৈতিক দল গঠন করেছেন, তার নিবন্ধন অবশ্যই প্রাপ্য। এই ন্যায়সঙ্গত কারণে তিনি যে অনশন কর্মসূচি পালন করছেন, তার প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবদী দল-বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।’’ 

ঢাকা/আসাদ/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • ইসির সামনে অনশনরত তারেকের পাশে রিজভী
  • এবার অনশন শুরু করলেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা