সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত, টহল বাড়িয়েছে বিজিবি
Published: 10th, May 2025 GMT
সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত। প্রতিদিন রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে। এ অবস্থায় সীমান্তে আগের চেয়ে টহল ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া স্থানীয় প্রশাসন সীমান্ত এলাকায় সচেতনতামূলক প্রচারণাও চালিয়েছে।
ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তিয়া হিলসের জেলা ম্যাজিস্ট্রেটের সই করা এক আদেশে সিলেট সীমান্ত এলাকায় ওই কারফিউ জারি করা হয়। আদেশের একটি অনুলিপি সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে পাঠানো হয়েছে।
মোহাম্মদ শের মাহবুব মুরাদ আজ শনিবার বেলা দেড়টায় প্রথম আলোকে বলেন, ‘কারফিউ জারির একটি অনুলিপি পেয়েছি। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে কারফিউ জারির খবর পেয়ে আমাদের সীমান্ত এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।’
মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলা ম্যাজিস্ট্রেট শ্রী শিবাংশ আরস্থির সই করা আদেশে বলা হয়, পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার আন্তর্জাতিক সীমান্ত এখনো সম্পূর্ণভাবে বেষ্টনী দিয়ে ঘেরা নয়। এ কারণে এ অঞ্চলে অনুপ্রবেশের আশঙ্কা আছে। বিশেষ করে সন্ত্রাসী গোষ্ঠী, চোরাকারবারি ও অবাঞ্ছিত অনুপ্রবেশকারীরা রাতের আঁধারে সীমান্ত অতিক্রম করে অবৈধ কর্মকাণ্ডে জড়াতে পারেন। এ পরিস্থিতিতে ৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত্রিকালীন কারফিউ থাকবে।
আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে ৫০০ মিটার এলাকাজুড়ে এই কারফিউ থাকবে বলে আদেশে বলা হয়েছে। কারফিউ চলাকালে কিছু বিষয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এগুলো হলো আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ বা অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে চলাফেরা; পাঁচ বা এর বেশি ব্যক্তির অবৈধ জমায়েত; অস্ত্র, লাঠি, রড, পাথরসহ অন্যান্য অস্ত্রপোযোগী বস্তু বহন; গবাদিপশু, চোরাচালান পণ্য, সুপারি, পানপাতা, শুকনা মাছ, বিড়ি, সিগারেট, চা–পাতা ইত্যাদি পাচার।
সিলেটের জেলা প্রশাসন, বিজিবিসহ একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী নলজুরি এলাকায় বাংলাদেশ-ভারত যৌথ জরিপকাজের অংশ হিসেবে বাংলাদেশের দখলে থাকা একটি খেলার মাঠ পরিমাপের উদ্যোগ নিয়েছিলেন জরিপ দলের সদস্যরা। খবর পেয়ে আশপাশের গ্রামের বাসিন্দারা এসে বাধা দেন। এতে যৌথ জরিপ দল ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ফিরে যান। এরপর বিকেলেই কারফিউ জারির ঘটনাটি ঘটে।
সিলেটের জেলা প্রশাসন জানিয়েছে, ভারতের সীমান্তবর্তী পূর্ব জয়ন্তিয়া হিলস জেলাটি বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট ও জৈন্তাপুর (আংশিক) উপজেলার বিপরীতে অবস্থিত।
যোগাযোগ করলে ৪৮ বিজিবির অধিনায়ক লে.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ম ন ত এল ক য় প র ব জয়ন ত য় প রব শ
এছাড়াও পড়ুন:
বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন
বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী ইউনিয়ন শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে গ্রামীণ ব্যাংকের ওই শাখা ভবনের বারান্দায় পেট্রল আগুন দেওয়া হয়। এতে ব্যাংকের বৈদ্যুতিক তার পুড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া বারান্দায় একটি ব্যানার, ক্যারম বোর্ড ও আসবাব আগুনে পুড়ে যায়।
ধুনট থানা-পুলিশ ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা বলেন, আজ ভোরে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ওই শাখার কার্যালয়ের বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন ও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যাংকের নৈশপ্রহরী শহিদুল ইসলাম বলেন, ‘রাতে বারান্দায় সতর্ক অবস্থায় ছিলাম। রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে হঠাৎ বারান্দায় আগুনের লেলিহান শিখা দেখতে পাই। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
শাখাটির ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, রাতে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা নৈশপ্রহরী সামান্য সময়ের জন্য বারান্দা থেকে একটি কক্ষের ভেতরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা বারান্দায় অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বড় রকমের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগে থেকেই বালু ও পানি মজুত ছিল। আজ সকাল থেকে যথারীতি ব্যাংকের কার্যক্রম চলছে।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, দ্রুততম সময়ের মধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।