পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশে ভারতীয় বাহিনীর বিনা উস্কানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের দুটি পৃথক ঘটনায় কমপক্ষে চারজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। 

রবিবার (১১ মে) পাকিস্তানের সরকারি সূত্রের দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া। 

নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানিয়েছে, গতকাল শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই পূর্ব পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট জেলার কার্যকরী সীমানা বরাবর এই লঙ্ঘন ঘটে।

আরো পড়ুন:

‘গুরুতর গোয়েন্দা তথ্য’ পেয়ে ভারত-পাকিস্তানকে থামিয়েছে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতি ঘোষণার পরেও ভারত-পাকিস্তানে ড্রোন হামলা 

শিয়ালকোটের পসরুর এলাকায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ১৮ বছর বয়সী এক কিশোরীর পিঠে গুলির আঘাত লাগে।

দ্বিতীয় ঘটনাটি ঘটে যখন ভারতীয় বাহিনী স্থানীয় সময় সন্ধ্যা ৬:২৩ থেকে ৬:৩০ এর মধ্যে হরপাল সেকশনে বেসামরিক বসতি লক্ষ্য করে গুলি চালায়।

সূত্রের বরাতে সিনহুয়া আরো জানিয়েছে, “ভারতীয় পক্ষের বিনা উস্কানিতে গুলিবর্ষণে জঙ্গল গ্রামের স্থানীয় এক পরিবারের তিন সদস্যও আহত হয়েছেন।”

সূত্রগুলো জানিয়েছে, কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখা বরাবর কোটলি, ভিম্বার, চাম্ব এবং কেরান অংশেও যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে ভারতীয় দিক থেকে একাধিক আত্মঘাতী ড্রোন পাকিস্তানের শহরগুলোকে লক্ষ্য করে উড়তে দেখা যায়। ড্রোনগুলো সনাক্ত করে আটক করা হয়েছে।

উভয় পক্ষ যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করার পর আজ রবিবার দিনের শুরুতে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা কমেছে বলে মনে হচ্ছে। তবে, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো এই অঞ্চলে শান্তি প্রচেষ্টার ভঙ্গুরতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খুলনায় মজুদকৃত ৩৭৫ বস্তা সার জব্দ, জরিমানা 

খুলনার ডুমুরিয়া উপজেলায় অবৈধভাবে সার মজুদ ও ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিক্রি না করার দায়ে দুই খুচরা বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। আজ রবিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার চুকনগর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। 

ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে মজুদ করা বিভিন্ন ধরনের ৩৭৫ বস্তা সার জব্দ করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চুকনগর বাজারের যতিন কাশেম রোডের বাদামতলা মোড় এলাকায় মেসার্স জালাল ট্রেডার্সে অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে প্রতিষ্ঠানের মালিক জাহিদুল ইসলাম মোড়লকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার দোকান থেকে ২৮০ বস্তা ইউরিয়া, ৪৬ বস্তা টিএসপি, ২০ বস্তা ডিএপি ও ২৯ বস্তা এমওপি মজুদকৃত সার জব্দ করা হয়। 

আরো পড়ুন:

শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীদের উত্ত্যক্ত করে টিকটক, যুবকের কারাদণ্ড

এছাড়া কৃষকের মাঝে ন্যায্য মূল্যে সার বিক্রি না করা ও স্টক রেজিস্ট্রার ব্যবহার না করায় মালতিলা এলাকায় মেসার্স সুকর্ণ ট্রেডার্সের মালিক সুকর্ণ কুমার ঘোষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী জানান, সার মজুদ করে কৃত্রিম সঙ্কট তৈরি করায় সার ব্যবস্থাপনা আইনে জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা এবং ৩৭৫ বস্তা বিভিন্ন মজুদ করা সার জব্দ করা হয়।

তিনি আরো জানান, কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার বিক্রি না করার অপরাধে ব্যবসায়ী সুকর্ণ কুমারকে ভোক্তা সংরক্ষণ আইনে ২০ হাজার জরিমানা করা হয়। 

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার। তিনি জানান, জব্দকৃত সার চুকনগর বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, চুকনগর বাজার কমিটির সভাপতি শাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত নিবন্ধ