মাচায় মাচায় ঝুলছে হলুদ, সবুজ ও কালো রঙের তরমুজ
Published: 13th, May 2025 GMT
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের কৃষক মো. সিরাজ গাজী প্রায় ৩০ শতক জমিতে মাচা তৈরি করে নানা রঙা তরমুজের আবাদ করেছেন।
বর্তমানে মাচায় মাচায় হলুদ, সবুজ ও কালো রঙের তরমুজ ঝুলছে। এরমধ্যে রয়েছে বাইরে হলুদ ভিতরে লাল, বাইরে কালো ভিতরে লাল ও বাইরে সবুজ ভিতরে হলুদ রঙের তরমুজ। এর ফলন এতটাই ভালো হয়েছে যে, দেখে মন জুড়িয়ে যায়। খেতেও রসালো ও সুস্বাদু এই তরমুজ।
এসব তরমুজ বিক্রি করে ১ থেকে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন দেখছেন তিনি। এখানে চাষাবাদে তার ব্যয় হয়েছে প্রায় ১০ হাজার টাকা।
মো.
ক্ষেতে কৃষক সিরাজ গাজীর সঙ্গে উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম
তিনি জানান, প্রথম তরমুজ চাষ করেছেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাচায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে তাকে পরামর্শ দিয়েছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম। এখন ক্ষেতে প্রায় ৬০০ গাছে ৮০০ তরমুজ আছে। আর কয়েক দিনের মধ্যে বিক্রির উপযোগী হবে এসব তরমুজ। তাই বর্তমানে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে তার।
তিনি জানান, বর্তমান বাজারে হলুদ, সবুজ ও কালো রঙের তরমুজের প্রতি কেজির দাম প্রায় ৭০ থেকে ১০০ টাকা। সে হিসেবে প্রায় ১ থেকে দেড় লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
পশ্চিম জয়পুর গ্রামে তার ক্ষেতে গিয়ে দেখা যায়- সবুজ কচি লতাপাতার মাঝে ঝুলছে হলুদ, সবুজ ও কালো রঙের তরমুজ। ছোট-বড় তরমুজে নুয়ে পড়েছে মাচা। মালচিং পদ্ধতিতে পোকা দমনে ব্যবহার করেছেন হলুদ ও ফেরোমন ফাঁদ। তাতে কীটনাশক ব্যবহার করতে হচ্ছে না।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন, “এ অঞ্চলের মাটি তরমুজ চাষের উপযোগী। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মোটিভেশনের মাধ্যমে গ্রীষ্মকালীন মাচায় বিভিন্ন রঙের তরমুজ চাষ করেন কৃষক সিরাজ গাজী। তিনি তরমুজ আবাদ করে সফল। তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি।”
উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু বলেন, “বাহুবলে ছিল না তরমুজ চাষ। আমরা কৃষকদের উৎসাহ দিয়েছি। এতে উপজেলার বিভিন্ন স্থানে তরমুজ চাষ শুরু হয়েছে। এর মধ্যে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে হলুদ, সবুজ ও কালো রঙের তরমুজ চাষ করেন সিরাজ গাজী। তার জমিতে চাষকৃত হলুদ, সবুজ ও কালো তরমুজের ফলন ভালো হয়েছে। প্রমাণ হলো হলুদ, সবুজ ও কালো রঙের তরমুজ চাষে বাহুবলের মাটি বেশ উপযোগী। এ জাতের তরমুজ রসালো ও সুস্বাদু।”
ঢাকা/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সব জ ও ক ল র তরম জ চ তরম জ চ ষ কর মকর ত তরম জ র উপজ ল
এছাড়াও পড়ুন:
পাসপোর্ট অফিস ও খানপুর হাসপাতালে দালালমুক্ত অভিযান, ২ জনকে দণ্ড
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস ও খানপুর ৩শ’ হাসপাতালে দালালমুক্ত অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাসপোর্ট অফিসের সামনে থেকে দুই দালালকে আটক করা হয়।
পরে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী, আটককৃতদের মধ্যে একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অন্য দালালকে ১০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এসময় একটি পাসপোর্টও জব্দ করা হয়।
অপরদিকে, খানপুর ৩শ’ হাসপাতালের সামনে পরিবেশ রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়াও প্রো-একটিভ হাসপাতালের সামনে থেকে একটি সিএনজি সরিয়ে দেওয়া হয় এবং পাসপোর্ট অফিস থেকে সাইনবোর্ড পর্যন্ত “গ্রিন ও ক্লিন নারায়ণগঞ্জ” কার্যক্রমের আওতায় লাগানো ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়েছে।