Risingbd:
2025-05-13@14:09:04 GMT

মাচায় ঝুলছে তিন রঙের তরমুজ 

Published: 13th, May 2025 GMT

মাচায় ঝুলছে তিন রঙের তরমুজ 

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের কৃষক মো. সিরাজ গাজী প্রায় ৩০ শতক জমিতে মাচা তৈরি করে নানা রঙা তরমুজের আবাদ করেছেন।

বর্তমানে মাচায় মাচায় হলুদ, সবুজ ও কালো রঙের তরমুজ ঝুলছে। এরমধ্যে রয়েছে বাইরে হলুদ ভিতরে লাল, বাইরে কালো ভিতরে লাল ও বাইরে সবুজ ভিতরে হলুদ রঙের তরমুজ। এর ফলন এতটাই ভালো হয়েছে যে, দেখে মন জুড়িয়ে যায়। খেতেও রসালো ও সুস্বাদু এই তরমুজ। 

এসব তরমুজ বিক্রি করে ১ থেকে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন দেখছেন তিনি। এখানে চাষাবাদে তার ব্যয় হয়েছে প্রায় ১০ হাজার টাকা। 

মো.

সিরাজ গাজী জানান, গত মার্চ মাসে ইউনাইটেড কোম্পানির মধুমালা, ব্ল্যাক কিং ও ইয়েলো বার্ড জাতের তরমুজ চারা রোপণের জন্য কিছুদূর পরপর তৈরি করেন বেড। ওই বেডে পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার পর ফুটো করে তাতে চারা রোপণ করা হয়। চারা কিছুটা বড় হলে বাঁশ, সুতা দিয়ে মাচা তৈরি করেন। বাঁশের খুঁটি দিয়ে মাচায় চারা তুলে দেওয়ার কাজ করেন।

ক্ষেতে কৃষক সিরাজ গাজীর সঙ্গে উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম

তিনি জানান, প্রথম তরমুজ চাষ করেছেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাচায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে তাকে পরামর্শ দিয়েছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম। এখন ক্ষেতে প্রায় ৬০০ গাছে ৮০০ তরমুজ আছে। আর কয়েক দিনের মধ্যে বিক্রির উপযোগী হবে এসব তরমুজ। তাই বর্তমানে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে তার।

তিনি জানান, বর্তমান বাজারে হলুদ, সবুজ ও কালো রঙের তরমুজের প্রতি কেজির দাম প্রায় ৭০ থেকে ১০০ টাকা। সে হিসেবে প্রায় ১ থেকে দেড় লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। 

পশ্চিম জয়পুর গ্রামে তার ক্ষেতে গিয়ে দেখা যায়- সবুজ কচি লতাপাতার মাঝে ঝুলছে হলুদ, সবুজ ও কালো রঙের তরমুজ। ছোট-বড় তরমুজে নুয়ে পড়েছে মাচা। মালচিং পদ্ধতিতে পোকা দমনে ব্যবহার করেছেন হলুদ ও ফেরোমন ফাঁদ। তাতে কীটনাশক ব্যবহার করতে হচ্ছে না। 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন, “এ অঞ্চলের মাটি তরমুজ চাষের উপযোগী। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মোটিভেশনের মাধ্যমে গ্রীষ্মকালীন মাচায় বিভিন্ন রঙের তরমুজ চাষ করেন কৃষক সিরাজ গাজী। তিনি তরমুজ আবাদ করে সফল। তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি।” 

উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু বলেন, “বাহুবলে ছিল না তরমুজ চাষ। আমরা কৃষকদের উৎসাহ দিয়েছি। এতে উপজেলার বিভিন্ন স্থানে তরমুজ চাষ শুরু হয়েছে। এর মধ্যে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে হলুদ, সবুজ ও কালো রঙের তরমুজ চাষ করেন সিরাজ গাজী। তার জমিতে চাষকৃত হলুদ, সবুজ ও কালো তরমুজের ফলন ভালো হয়েছে। প্রমাণ হলো হলুদ, সবুজ ও কালো রঙের তরমুজ চাষে বাহুবলের মাটি বেশ উপযোগী। এ জাতের তরমুজ রসালো ও সুস্বাদু।”

ঢাকা/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সব জ ও ক ল র তরম জ চ তরম জ চ ষ কর মকর ত তরম জ র উপজ ল

এছাড়াও পড়ুন:

নগর ভবনে সশস্ত্র হামলায় মহানগর জামায়াতের প্রতিবাদ

দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারী অটো চালক সেজে যানজট নিরসন কর্মী ও নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দীন আহমাদ, জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আবদুল জব্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।

মঙ্গলবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অত্যন্ত পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছে। যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই সেই সাথে সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি জানাই।

বৈষ্যম্যহীন একটি নতুন রাষ্ট্র গঠনের প্রত্যয়ে ২৪ এর গণ বিপ্লব হয়েছিল। কোন দখলবাজ বা সন্ত্রাসীদের আস্তানা এদেশে আর দানা বেঁধে উঠার সুযোগ নাই। তাই আমরা আর কোন সন্ত্রাসী গোষ্ঠীর এরকম ঘৃন্য কাজ   বরদাশত করবোনা।

প্রশাসন কে বলবো, যে বা যারা সমাজে শান্তি শৃংখলা বিনষ্ট করার অপচেষ্টা চালাবে তাদের কে কঠোর হাতে দমন করে জনমনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন।
 

সম্পর্কিত নিবন্ধ