নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৩ জেলে আটক
Published: 19th, May 2025 GMT
বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় ১৩ জেলেকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় বিভিন্ন প্রজাতির দুই লাখ টাকার সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।
রবিবার (১৮ মে) রাত সাড়ে ৪টা থেকে ভোর পর্যন্ত বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে তাদের পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের মিডিয়া উইং লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ রাইজিংবিডিকে বলেন, বাংলাদেশ সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রজনন নিশ্চিত করতে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা মাছ শিকারের সময় তাদের আটক করা হয়েছে।
আরো পড়ুন:
নিষেধাজ্ঞা শেষেও চাল পাননি লক্ষ্মীপুরের ২৮ হাজার জেলে
কাপ্তাই হ্রদে মাছের প্রজাতি কমে ৬৬-তে এসেছে: উপদেষ্টা
এ সময় একটি ফিশিং বোটে তল্লাশি করে ২০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ, দুই হাজার মিটার অবৈধ জাল এবং ১৩ জন জেলেকে আটক করা হয়।
উদ্ধার করা মাছ পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
ঢাকা/ইমরান/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ৩টি কারখানাসহ ৩ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
সিদ্ধিরগঞ্জে তিনটি বানিজ্যিক প্রতিষ্ঠানের কারখানা সহ তিন শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দুইটি কারখানাকে জরিমানা করা হয়েছে দুই লক্ষ টাকা।
জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান এর নেতৃত্বে সোমবার (১৯ মে) দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধিন জালকুঁড়ি, তালতলা ও আমতলা এলাকার তিনটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।
পরে কারখানাগুলোর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ, রাইজার ও বার্ণার। একই সাথে অবৈধ সংযোগ স্থলগুলো স্থায়ীভাবে সীলগালা করে দেয় তিতাস কতৃপক্ষ।
পরে এক কিলোমিটার বিস্তৃত অর্ধ শতাধিক বাসা বাড়ির তিন শতাধিক আবাসিক অবৈধ গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করা হয়ন
জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান বলেন, আমাদের অভিযানকালে তিতাসের আবাসিক লাইনের সংযোগস্থল থেকে দুইটি ওয়াশিং কারখানা ও একটি মেটাল ফার্ণিচার কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগের প্রমান পাওয়া যায়।
ফলে তিনটি কারখানারই অবৈধ সংযোগ আমরা বিচ্ছিন্ন করি। এর মধ্যে জিসান ওয়াশিং লন্ড্রি নামে একটি ওয়াশিং কারখানা এবং শাহ জালাল ফার্নিচার নামে একটি মেটাল খানাটুলি কারখানা থেকে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তবে বিসমিল্লাহ মেটাল নামে আরেকটি কারখানায় মালিকপক্ষের কাউকে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয় নি।
আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরান ও ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।